বাংলাদেশ পুলিশের দ্বিতীয় সন্মানিত আইজিপি ব্যাজ পদে মনোনীত হয়েছেন মো ইকবাল হোসেন
বার্তা সম্পাদক প্রকাশিত: ৪:৫৪ অপরাহ্ণ , ৪ জানুয়ারি ২০২০, শনিবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
ব্রাহ্মণবাড়িয়া জেলার জনবান্ধব সাবেক অতিরিক্ত পুলিশ সুপার বর্তমানে কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র মোহাম্মদ ইকবাল হোসাইন আগামী ৭ই জানুয়ারি পুলিশের আইজিপি ব্যাজের জন্য চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন।
জাতীয় পুলিশ সপ্তাহ-২০২০ উপলক্ষে আগামী ৭ জানুয়ারি ঢাকাস্থ রাজারবাগ পুলিশ সদর দপ্তরের প্যারেড মাঠে অনুষ্টানেের মাধ্যমে এই ব্যাজ গ্রহন করবে।
বাংলাদেশ পুলিশ বাহিনীতে আইজিপি ব্যাজ দ্বিতীয় সর্বোচ্চ মর্যাদাপূর্ণ পুরস্কার হিসাবে গণ্য করা হয়।
উল্লেখ্য ক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইকবাল হোসাইন ২০১৮ সালের শেষ দিকে ব্রাহ্মণবাড়িয়া ছেড়ে কক্সবাজার জেলা পুলিশে যোগদান করেন। মাদক বিরোধী সফল অভিযান, অস্ত্র উদ্ধার ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যাপক সফলতার স্বীকৃতিস্বরূপ তাঁকে বাংলাদেশ পুলিশের এই গুরুত্বপূর্ণ আইজিপি পদকে মনোনীত করা হয়েছে বলে বিশ্বস্ত সুএে জানা গেছে। আগামী ৫ থকে ১০ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিতব্য জাতীয় পুলিশ সপ্তাহে কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র মোহাম্মদ ইকবাল হোসেন সহ মোট ৫৯১ জনকে এই আইজিপি পদক প্রদান করা হবে।
আপনার মন্তব্য লিখুন