অসহায়-দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে মজিদ-নাহার ফাউন্ডেশন
বার্তা সম্পাদক প্রকাশিত: ৬:৫৫ অপরাহ্ণ , ৩ জানুয়ারি ২০২০, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 3 years আগেঅসহায়-দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে মজিদ-নাহার ফাউন্ডেশন।
শুক্রবার দুপুর ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে অসহায়-দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে মজিদ-নাহার ফাউন্ডেশন। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবির। ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি খ আ ম রশিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ এ এস এম শফিকুল্লাহ, জাতীয় নাক, কান, গলা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডা. আশিকুর রহমান ভূঁইয়া, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, মজিদ-নাহার ফাউন্ডেশনের সহসভাপতি এইচ এম জাকারিয়া ও কোষাধ্যক্ষ এনায়েত হোসেন মিঠু সহ প্রমূখ
অনুষ্ঠানে বক্তারা বলেন, মজিদ-নাহার ফাউন্ডেশনের এই উদ্যোগ অন্যান্য বিত্তবানদের এমন কাজে উৎসাহিত করবে। সব বিত্তবানরা যদি দু:স্থদের সাহায্যে এগিয়ে আসেন তাহলে দরিদ্রতা কমে আসবে।
আলোচনা শেষে তিন শতাধিক অসহায় দরিদ্র মানুষের মাঝে কম্বল তুলে দেয়া হয়।
আপনার মন্তব্য লিখুন