থার্টি ফার্স্ট নাইট জনসাধারণের জন্য নির্দেশনাঃ ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার
বার্তা সম্পাদক প্রকাশিত: ১:০৪ পূর্বাহ্ণ , ৩১ ডিসেম্বর ২০১৯, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 3 years আগেথার্টি ফার্স্ট নাইট জনসাধারণের জন্য নির্দেশনাঃ জারি করেছে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার মোোহাম্ম আনিসুর রহমান
সন্ধ্যার পর উন্মুক্ত স্থান বা বাড়ির ছাদে যে কোন ধরণের নাচ-গান ও ডিজে পার্টির আয়োজন থেকে বিরত থাকুন।
যে কোন ধরণের আতশবাজি ও পটকা ফাটানো থেকে বিরত থাকুন।
উচ্চস্বরে হর্ণ বাজানোসহ বিকট শব্দে ও বেপরোয়া গতিতে গাড়ি ও মোটর সাইকেল চালানো পরিহার করুন।
খোলা পিকআপ ভ্যানে সাইন্ড সিস্টেম ব্যবহার করে পাড়া মহল্লায় ঘুরে ঘুরে উচ্চ শব্দে গান বাজানো থেকে বিরত থাকুন। এছাড়াও জন নিরাপত্তা ও শান্তি-শৃঙ্খলা বিঘ্নকারী যে কোন ধরণের অপরাধমূলক কর্মকান্ড থেকে বিরত থাকুন।
যে কোন সময়/পরিস্থিতিতে পুলিশ এ্যাম্বুলেন্স বা ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক জরুরী সেবা পেতে ৯৯৯ নম্বরে কল করুন। ৯৯৯ নম্বরে কল করলে কোন কল চার্জ কাটা হয় না। মোবাইলে টাকা না থাকলেও ৯৯৯ নম্বরে কল করা যায়।
নিজে সচেতন হই
অন্যকে সচেতন করি
নিরাপদ জীবন গড়ি
পুলিশ সুপার
ব্রাহ্মণবাড়িয়া জেলা
আপনার মন্তব্য লিখুন