তাণ্ডব চালাতে আসছে ঘূর্ণিঝড় “নাকরি”
বার্তা সম্পাদক প্রকাশিত: ১:৪৫ পূর্বাহ্ণ , ১৩ নভেম্বর ২০১৯, বুধবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
ঘূর্ণিঝড় বুলবুলের তা’ণ্ডবের রেশ শেষ হতে না হতেই ফের আসছে ঘূর্ণিঝড় নাকরি। ঘূর্ণিঝড় বুলবুলের উৎপত্তি হয় দক্ষিণ চীন সাগরের এক ঝড় থেকে। সেই ঝড়টির নাম ছিল মাতমো। সেই মাতমো থেকে ছিট’কে গিয়ে তৈরি হয় এই ঘূর্ণাবর্ত, যা পরবর্তীতে শক্তি বাড়িয়ে সুপার সাইক্লোনে পরিণত হয়ে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে তা’ণ্ডব চালায় ঘূর্ণিঝড় বুলবুল ।
সেই একই রকম ভাবে আরও একটি শক্তিশালী ঘূর্ণিঝড় তৈরি হয়েছে দক্ষিণ চীন সাগরে। এর নাম দেয়া হয়েছে ‘নাকরি’। ঘূর্ণিঝড় নাকরি আপাতত শক্তি বাড়িয়ে দক্ষিণ চীন সাগরেই অবস্থান করছে বলে জানিয়েছে ভারতীয় আবহাওয়া অফিস।
আগামী ১৪ নভেম্বর বঙ্গোপসাগরে নাকরি শক্তি বাড়িয়ে অন্ধ্রপ্রদেশের উত্তর দিক ও ওড়িশা উপকূলবর্তী এলাকাগুলোতে আ’ঘাত হানবে। পাশাপাশি চেন্নাইসহ উত্তর তামিলনাড়ুর উপরও চোখ রাঙাচ্ছে নাকরি। যদিও এই মুহূর্তে এই ঘূর্ণিঝড়ের ভারতে আছড়ে পড়ার সঠিক সময় অনুমান করা সম্ভব হয়নি। এর প্রভাব পড়বে বাংলাদেশেও।
সূত্র: ওয়ান ইন্ডিয়া
আপনার মন্তব্য লিখুন