ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারের প্রতি জানাই সমবেদনা
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:১৮ অপরাহ্ণ , ১২ নভেম্বর ২০১৯, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 4 years আগেকসবায় ট্রেন দুর্ঘটনার পর চেষ্টা করেছি সাধ্যমতো কাজ করতে। জানি না কতটুকু করতে পেরেছি। এসময় চোখের সামনে দেখেছি অনেকের বুক ফাটানো আর্তনাদ। দুর্ঘটনায় আহত হয়ে কারো বিভৎস চিত্র, কারো সন্তান ও স্বজনদের হারিয়ে আহাজারি। হয়তো সংবাদ কর্মী বলে আমাদের এমন দৃশ্য সহ্য করে নিতে হয়। এরই মাঝে আমাদের সংবাদ সংগ্রহ করতে হয়। সকল মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর প্রক্রিয়া শেষ করে যাচ্ছেন জেলা প্রশাসন। মানুষ মানুষের জন্য এই ঘটনার পর জেলা ছাত্রলীগের সভাপতি রুবেল জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি লোকমান সহ-সভাপতি ফয়সাল সহ দল-মত নির্বিশেষে আপামর জনসাধারণ ছুটে এসেছে বিভিন্ন হাসপাতালে ভয়াবহ দুর্ঘটনা আহতদের সুচিকিৎসা দেয়ার লক্ষ্যে কেউ কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে আহত নিহতদের পরিচয় জানার জন্য চেষ্টা চালিয়েছে এইভাবে কেটেছে আজ সারাটা দিন নিহতদের বাড়িতে এখন চলছে শোকের মাতম।
মহান আল্লাহতালার কাছে প্রার্থনা নিহত আহত সকল পরিবারকে যেন হেফাজত করেন।
আপনার মন্তব্য লিখুন