ঢাকা-চট্টগ্রাম এবং সিলেট-চট্টগ্রামে ট্রেন চলাচল শুরুঃ
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:৪৩ অপরাহ্ণ , ১২ নভেম্বর ২০১৯, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
১২/১১/২০১৯ তারিখ রাত ২:৪৫ মিনিটের সময় সিলেট থেকে চট্টগ্রামগামী ট্রেন নাম্বার ৭২৪ উদয়ন এক্সপ্রেস কসবা মন্দবাগ স্টেশনে প্রবেশকালে উত্তর পাশের সংযুক্ত লাইন ক্রস করছিল,ঐ মুহূর্তে চট্টগ্রাম হতে ছেড়ে আসা ঢাকাগামী ট্রেন নং ৭৪১ তূর্ণা নিশিতা মন্দভাগ স্টেশনে ঢুকে পড়ে এবং উত্তর পাশে সংযুক্ত লাইনে থাকা উদয়ন ট্রেনের মাঝ বরাবর আঘাত করে। এতে তূর্ণা নিশিতা ট্রেনের কোন বগি লাইনচ্যুত হয়নি তবে ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়। উদয়ন ট্রেনের পিছন থেকে ২ টি বগি লাইনচ্যুত হয়, তন্মধ্যে ট্রেনের মাঝ বরাবর একটি বগি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনার পর থেকে চট্টগ্রামের সঙ্গে সিলেট ও ঢাকার রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
দুর্ঘটনার সংবাদ শুনে তাৎক্ষণিক ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার ও জেলা প্রশাসকসহ ঘটনাস্থলের উদ্দেশে রওনা করে ভোররাত ৪:১৫ ঘটিকার সময় ঘটনাস্থল মন্দবাগ রেল স্টেশনে পৌঁছে ঘটনাস্থল পরিদর্শন করেন । জেলা পুলিশ অফিসার ফোর্স, রেলওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস, বিজিবি সদস্যরা উদ্ধারকাজে নিয়োজিত আছে।ভোর রাত ৫:০০ ঘটিকার সময় উদ্ধারকারী রিলিফ ট্রেন মন্দবাগ রেল স্টেশনে পৌঁছে ক্ষতিগ্রস্ত ট্রেনের বগি উদ্ধার কাজে রয়েছে। দুর্ঘটনায় এ পর্যন্ত ১৫ জন যাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। অনুমান ১৫০ জন আহত যাত্রীকে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে প্রেরণ করা হয়েছে। অদ্য ১২/১১/২০১৯খ্রিঃ সকাল ১০.৪০ ঘটিকায় পুনরায় ঢাকা-চট্টগ্রাম এবং সিলেট-চট্টগ্রামে ট্রেন চলাচল শুরু হয়েছে।
আপনার মন্তব্য লিখুন