আন্তর্জাতিক হাজারতম টি-টোয়েন্টি ম্যাচে ভারতকে ৭ উইকেটে হারাল বাংলাদেশ
বার্তা সম্পাদক প্রকাশিত: ২:০৫ পূর্বাহ্ণ , ৪ নভেম্বর ২০১৯, সোমবার , পোষ্ট করা হয়েছে 3 years আগেআজ রোববার স্বাগতিকদের দেয়া ১৪৯ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ৩ বল বাকি থাকতে ৭ উইকেট হাতে রেখে জয় পায় বাংলাদেশ। আন্তর্জাতিক হাজারতম টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতকে হারালো বাংলাদেশ। এর আগে ৮টি টি টোয়েন্টি ম্যাচ বাংলাদেশ ভারতের বিপক্ষে পরাজিত হয়, ৯ বম ম্যাচেচে ভারতের মাটিতে ভারতকে হারিয়ে প্রথম জয় তুলে নিল বাংলাদেশ। দলের পক্ষে মুশফিকুর রহিম ৪৩ বলে ৮টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৬০ রান করে অপরাজিত থাকেন। ৭ বলে ১৫ করে অপরাজিত থাকেন রিয়াদ। ৩৯ করেন সৌম্য। ২৬ রান আসে সৌম্যর ব্যাট থেকে। ভারতীয় বোলারদের মধ্যে খলিল আহমেদ ১টি, দীপক চাহার ১টি ও চাহাল ১টি করে উইকেট নেন।
আপনার মন্তব্য লিখুন