ব্রাহ্মণবাড়িয়াবাসী হারালো এক মহান ব্যক্তি কে
বার্তা সম্পাদক প্রকাশিত: ১:৪১ পূর্বাহ্ণ , ২৮ অক্টোবর ২০১৯, সোমবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
সমস্ত ব্রাহমনবাড়িয়া বাসীকে শোকসাগরে ভাসালেন যিনি তিনিই হুমায়ুন কবীর,,, ব্রাহমনবাড়িয়া সরকারি কলেজের সাবেক ভিপি,পৌরসভার দুইবারের সফল চ্যায়ারম্যান, সাবেক এমপি,সাবেক জেলা পরিষদ চ্যায়ারম্যান, সাবেক মন্ত্রী , ব্রাহমনবাড়িয়া জেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক, ব্রাহমনবাড়িয়ার বহু শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, তিনিই ছিলেন দলমত নির্বিশেষে সকল মানুষের নেতা,,,,,মহান মুক্তিযুদ্বের সম্মুখ যুদ্ধের বীর সেনানী, মানুষের বিপদকালীন সঙ্গী যিনি গরিব দুঃখী সকল মানুষকে আপন করে নিয়েছেন আজ সবাই অশ্রু জলে হুমায়ুন কবীরকেই স্মরন করেছেন,,, মহান আল্লাহ তাকে জান্নাত দান করুন। আজ বাদ জোহর কাজিপাড়া ঈদগাহ মাঠে সেই অবিসংবাদিত নেতার জানাযায় দলমত নির্বিশেষে সবাই শরিক হয়ে তার আত্বার মাগফেরাত কামনা করার অনুরোধ করা হল।
আপনার মন্তব্য লিখুন