বিজয়নগরে ৩ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে মোবাইল কোর্ট
বার্তা সম্পাদক প্রকাশিত: ১২:১৩ পূর্বাহ্ণ , ১৮ অক্টোবর ২০১৯, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 3 years আগেবিজয়নগরে মা ইলিশ রক্ষায় উপজেলার চম্পকনগরে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান কারেন্ট জাল জব্দ করেছে ভ্রাম্যমান আদালত।
আজ গোপন সংবাদের ভিক্তিতে উপজেলার চম্পকনগর বাজারে অভিযান চালিয়ে বাজারের পাশের ঘাটের নৌকা থেকে প্রায় ৩ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহের নিগার । এসময় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগারের নির্দেশে বাজারের মানুষের সামনে জাল গুলি পুরিয়ে ফেলে
এব্যপারে উপজেলা মৎস্য কর্মকর্তা আবু ছালেহ বলেন মা ইলিশ রক্ষায় এ অভিযান পরিচালনা করা হয়েছে এবং বাজারে ইলিশ মাছ পাওয়া যায়নি তবে ঘাটের নৌকা থেকে জালগুলি জব্দ করে পুড়িয়ে ফেলা হয়েছে।
আপনার মন্তব্য লিখুন