আগামীকাল শহীদ শেখ শাহনেওজের ২৪ তম মৃত্যুবার্ষিকী
বার্তা সম্পাদক প্রকাশিত: ৪:০৩ অপরাহ্ণ , ১৫ অক্টোবর ২০১৯, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
আগামীকাল ১৬ই অক্টোবর ব্রাহ্মনবাড়িয়া জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শহীদ শেখ মোঃ শাহনেওয়াজ এর ২৪ তম মৃত্যু বার্ষিকী। উল্লেখ্য হাজার 995 সালের 16 ই অক্টোবর তৎকালীন স্বৈরাচারিনী খালেদাা বিরোধী আন্দোলনে লাগাতার চার দিনে হরতালের প্রথম দিনে তৎকালীন ব্রাহ্মণবাড়িয়া খালেদা জিয়ার সোনার ছেলেরা হত্যাকে উৎসব ভেবে প্রকাশ্যে দিবালোকে একের পর এক বোমা মেরে শহীদ শানোয়াজ এর বুকের উপর নেচে-গেয়ে পুনরায় গুলিবিদ্ধ করে মৃত্যু কনফার্ম করে আনন্দ্ উল্লাস করে শোনা যায় এখনো পর্যন্ত শাহনেওয়াজের হত্যাকাণ্ডের বিচার হয়নি।
আমরা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।
আপনার মন্তব্য লিখুন