৫ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

EN

ব্রাহ্মণবাড়িয়ায় দেশীয় অস্ত্র, মদ, গাঁজাসহ আটক ২; ভ্রাম্যমান আদালতে সাজা

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১:৩১ পূর্বাহ্ণ , ৯ অক্টোবর ২০১৯, বুধবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে

 জহির রায়হান : ব্রাহ্মণবাড়িয়ায় দেশীয় অস্ত্র, মদ, গাঁজা, ইয়াবা সেবনের সাত সরঞ্জামমাদকদসহ জেলা আওয়ামী ওলামা লীগের সভাপতিসহ ২ জনকে আটক করেছে এনএসআই ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

মঙ্গলবার রাত সাড়ে ৯টায় শহরের ভাদুঘর ফাটা পুকুরপাড় হাইস্কুল সংলগ্ন গ্লোবাল ভিশন ট্রাভেলস নামক একটি ভূয়া প্রতিষ্ঠান থেকে গোপন সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: জুবায়ের হোসেনের নেতৃত্বে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।

তারা হলেন- ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ভাদুঘর গ্রামের শফিকুল ইসলামের ছেলে মো: মনির খাঁন (৪৫) ও একই গ্রামের মো: সানাউল্লাহ’র ছেলে মো: মাসুদ উল্লাহ (৩৭)।

জব্দকৃত সরঞ্জামাদি

পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: জুবায়ের হোসেন তাদেরকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের ৯ (১) (গ) ৩৬ এক স্বারণীর ১৬ ধারায় ৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১ হাজার টাকা অর্থদন্ড দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ব্রাহ্মণবাড়িয়ার উপ পরিচালক আবু নায়হান এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়ার ইন্সপেক্টর মো: শফিকুল ইসলাম।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

October 2019
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
আরও পড়ুন