টাঙ্গাইল শহরের কান্দাপাড়ায় পতিতাপল্লীতে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে
বার্তা সম্পাদক প্রকাশিত: ২:০৩ পূর্বাহ্ণ , ৪ অক্টোবর ২০১৯, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 4 years আগেটাঙ্গাইলের পতিতাপল্লীর ৪০টি
ঘর আগুনে পুড়ে ছাই।
গতকাল টাঙ্গাইল শহরের কান্দাপাড়ায় পতিতাপল্লীতে ভয়াবহ আগুনের ঘটনা ঘটে এতে প্রায় ৪০টি ঘর আগুনে পুড়ে ছাই হয়েছে বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।
আজ দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে ওই পল্লীর একটি ঘরের গ্যাস সিলিন্ডার থেকে এ আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত আশেপাশের ঘরে ছড়িয়ে পড়ে। এসময় স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌছে প্রায় ঘন্টাব্যাপি চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
তথ্যসুত্র, সানভি।
আপনার মন্তব্য লিখুন