বাসুদেব ইউনিয়নে ১৫০ মিঃ ব্রীজের ভিত্তিপ্রস্হর স্হাপন করলেন মোকতাদির চৌধুরী এমপি
বার্তা সম্পাদক প্রকাশিত: ২:১৭ পূর্বাহ্ণ , ১৪ সেপ্টেম্বর ২০১৯, শনিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগেবেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি আজ শুক্রবার ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নে হেলিডে রোডের বোয়ালিয়া বিলের ওপর ১৫০ দীর্ঘ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
পড়ে স্হানীয় জন সাধারনের উদ্দেশ্যে বলেন, এই ব্রীজটি হয়ে গেলে আখাউড়া ও সদরের জনগণকে আর ইঞ্জিন চালিত নৌকা দিয়ে চলাচল করতে হবে না।ব্রীজটিকে ‘মুক্তিযোদ্ধা সেতু’ নামকরণের প্রস্তাব রেখে
তিনি বলেন, আমরা চান্দুরা থেকে আখাউড়া পর্যন্ত সড়কটির নাম রেখেছি মুক্তিযোদ্ধা সড়ক। আমরা যারা মুক্তিযোদ্ধা আছি তারা কিছুদিন পর মারা গেলে নতুন প্রজন্ম হয়তো আমাদেরকে মনে রাখবে না। দেশে যে মুক্তিযুদ্ধ হয়েছিল এটির কথাও ভুলে যেতে পারে; এইজন্য আমি এই ব্রীজটিকে ‘মুক্তিযোদ্ধা সেতু’ হিসেবে নামকরণ করার প্রস্তাব রাখছি।
আপনার মন্তব্য লিখুন