আখাউড়ায় নূরপুর গ্রামে দুস্থ ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:৫৪ পূর্বাহ্ণ , ১১ আগস্ট ২০১৯, রবিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
স্টাফ রিপোর্টার : মানব সেবায় আমরা এগিয়ে এই স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নূরপুর গ্রামের সমাজের দুস্থ ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে সেচ্ছাসেবক মূলক সামাজিক সংঘঠন নূরপুর হিলফুল ফুযুল যুব সংগঠন।
গত শনিবার বিকাল ৪ ঘটিকায় সময় আখাউড়া উপজেলার নূরপুর মাজার শরীফ প্রাঙ্গনে মোঃ সুমন খন্দকারের পরিচালনায় নূরপুর হিলফুল ফুযুল যুব সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মিজানুর রহমান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রুটি গ্রামের কৃতি সন্তান ছাত্রলীগের নেতা ও সমাজ সেবক মোঃ শামীম সরকার সহ নূরপুর হিলফুল ফুযুল যুব সংগঠনের উপদেষ্টা মন্ডলী মোঃ নূরালী খন্দকার, মোঃ তুরাব আলী খন্দকার,মাওলানা মোঃ মজিবুর রহমান রেজভী, মোঃ আবু সামা, মোঃ নুরুল ইসলাম, আবুল হক মাষ্টার, আবুল কালাম মাষ্টার, এডভোকেট আমজাদ হোসেন খন্দকার, ওমর ফারুক,সুমন,সুজন,রোমান,ইমন খন্দকার ,সাইদুল , খাজা মাঈনউদ্দিন প্রমূখ।
বিশেষ অতিথি বক্তব্যে জনসাধারণের উদ্দেশে মোঃ শামীম সরকার বলেন,নূরপুর হিলফুল ফুযুল যুব সংগঠন একটি সামাজিক সংগঠন। এই সংগঠন আমাদের প্রিয় নবীজর সংগঠন এই নূরপুর গ্রামে সর্বপ্রথম মোঃ তৈয়ব খাঁ সভাপতি ও রিয়াদ খন্দকার সাধারণ সম্পাদক সহ ১২ সদস্য বিশিষ্ট কমিটি ২০১৪ সালে অনুমোদিত হয়।উক্ত কমিটি আজকের পূর্ণাঙ্গ কমিটি রুপ নেয় ১২১ সদস্যদের মধ্য দিয়ে গ্রামের অনেক উন্নয়নের কাজ সম্পাদন করেন ।নূরপুর গ্রামের রাস্তা ঘাট মেরামত সহ ,নূরপুর-রুটি আঃ হক ভূইয়া উচ্চ বিদ্যালয়ের ৪’শত ছাত্র/ছাত্রীদের বিনা মূল্যে রক্ত পরীক্ষা নির্ণয়, ল্যাপটপ প্রদান ও নূরপুর কেন্দ্রীয় জামে মসজিদে বিশুদ্ধ পানি ফিল্টার ও নূরপুর ঈদগাহ ময়দানে আর্সেনিক মুক্ত টিউবওয়েল স্থাপন সহ গ্রামের অসহায় দরিদ্র মানুষের মাঝে নগদ অর্থ সহ এই পর্যন্ত প্রায় ৫ পাঁচ লক্ষ টাকার উন্নয়নের কাজ করেন।তাদের ভবিষ্যতে চিন্তা ধারা এই নূরপুর গ্রামে বিভিন্ন পয়েন্ট পয়েন্টে সোলার লাইট বসিয়ে আলোকিত করা।
উল্লেখ্য অনুষ্ঠানে গ্রামের শতাধিক দুস্থ ও সুবিধা বঞ্চিত পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
আপনার মন্তব্য লিখুন