ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের উপ-নির্বাচনে নাজিম নির্বাচিত
জহির রায়হান প্রকাশিত: ১১:১৬ অপরাহ্ণ , ২৫ জুলাই ২০১৯, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের ৮নং ওয়ার্ডের উপ-নির্বাচনে আখাউড়া উপজেলা যুবলীগ নেতা আতাউর রহমান নাজিম নির্বাচিত হয়েছেন।
আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী নাজিম হাতি প্রতীকে ৫৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ আলী ভূইয়া তালা প্রতীকে ১৩টি ভোট পায় ।
নির্বাচনে আখাউড়া ও বিজয়নগর উপজেলার ৭১ জন জনপ্রতিনিধি তাদের মূল্যবান ভোট প্রয়োগ করেন। নির্বাচিত আতাউর রহমান নাজিম আখাউড়া উপজেলা যুবলীগের যুগ্ন-আহবায়ক।
নির্বাচিত এ যুবলীগ নেতা তাকে নির্বাচিত করায় দলীয় নেতাকর্মী ও জনপ্রতিনিধিসহ সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে এলাকার উন্নয়নমূলক কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন।
উল্লেখ্য ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের ৮ নং ওয়ার্ডের সদস্য আবুল কাশেম ভূইয়া পদত্যাগ করে আখাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হন। এতে পদটি শূন্য হয়ে পড়ে। পরে নির্বাচন কমিশন ৮ নং ওয়ার্ডে উপ-নির্বাচনের তারিখ ঘোষণা করে।
আপনার মন্তব্য লিখুন