ব্রাহ্মণবাড়িয়ায় স্বামীর বাড়িতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
বার্তা সম্পাদক প্রকাশিত: ১২:০৬ পূর্বাহ্ণ , ২১ মার্চ ২০১৯, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
ব্রাহ্মণবাড়িয়া টাইমস রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়ায় দুই সন্তানের জননী আরিফা আক্তার (২৪) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। বুধবার সকালে সদর উপজেলার রামরাইল ইউনিয়নের সেন্দা গ্রামের স্বামীর ঘর থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করে পুলিশ। আরিফা আখাউড়া উপজেলার গোলখার গ্রামের শাহেদ খন্দকারের মেয়ে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বিয়ের পর থেকেই স্বামীর বাড়ির লোকজন প্রায় সময়ই তাকে নির্যাতন করত। এই নিয়ে বেশ কয়েকবার সামাজিক ভাবে মিমাংসা হলেও এর কোনো সমাধান হয়নি। নিহতের পরিবারের সদস্যদের দাবি আরিফাকে হত্যার পর ফাঁসিতে ঝুলিয়ে রাখা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়। লিখিত অভিযোগ পেলে তদন্ত স্বাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মন্তব্য লিখুন