২১শে মার্চ, ২০২৩ ইং | ৭ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

EN

অমর একুশের স্বরনে

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১:২৭ অপরাহ্ণ , ২১ ফেব্রুয়ারি ২০১৯, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে

অাজ অমর একুশ বাঙালী জাতির ইতিহাসে এক অনন্য দিন। ১৯৫২ সালের এই দিনে অামার মায়ের ভাষা বাংলাকে কেড়ে নিতে ছেয়েছিল তৎকালীন পাকিস্তানের শাসক দল। তারা পাকিস্তানের সংখ্যাগড়িষ্ট মানুষের বাংলা ভাষা কে বাদ দিয়ে উর্দ্বুকে রাষ্টভাষা ঘোষনা করলে এর প্রতিবাদে ১৪৪ দ্বারা ভংঙ করে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে গড়ে ওঠা ছাত্র আন্দোলনে চরম বিস্ফোরণটি ঘটেছিল, যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত ছাত্রছাত্রীদের ওপর পুলিশ গুলি চালায়। এতে নিহত হয়েছিলেন বরকত, সালাম, রফিক, জব্বার সহ নাম না জানা আরো অনেকে। মায়ের ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে রক্ত দিয়ে গড়ে উঠা আন্দোলন জীবনদান পৃথিবীর ইতিহাসে এক অভূতপূর্ব ঘটনা।সেই থেকে দিবসটি পালন করা হয় বাংলাদেশে।পরবর্তিতে মায়ের ভাষার জন্য যারা জীবনদান করেছে তাদের স্বৃতি রক্ষার্তে বিশ্ববাসী ২১শে ফেব্রুয়ারি বাংলাভাষাকে অান্তজাতিক মাতৃভাষা দিবস ঘোষনা করেন।তার পর থেকে সাড়াাবিশ্ব দিবসটি পালন করেন।  অমর একুশ বাঙালী জাতির এক অবিস্বরনীয় দিন। দিনটি কখনও ভুলা যাবে না।     (মনির হোসেন টিপু)

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

February 2019
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728  
আরও পড়ুন