২৯শে মে, ২০২৩ ইং | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

EN

ডাক্তারদের উপস্থিতি থাকলেই স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব: স্বাস্থ্যমন্ত্রী

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১১:০১ অপরাহ্ণ , ১৭ ফেব্রুয়ারি ২০১৯, রবিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে

ব্রাহ্মণবাড়িয়া টাইমস ডেস্ক : ডাক্তার আছে, যন্ত্রপাতি নেই। কিংবা যন্ত্রপাতি আছে ডাক্তার নেই। তা হলে মানুষ হাসপাতালে সুচিকিৎসা পাবে না। ডাক্তারদের উপস্থিতি, সচল যন্ত্রপাতি, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে পারলে হাসপাতালে স্বাস্থ্যসেবা অনেকটাই নিশ্চিত করা সম্ভব।

মানিকগঞ্জ ২৫০ শয্যার জেলা হাসপাতালে ‘কমিউনিটি পার্টিসিপেশন অ্যান্ড কোয়ালিটি ইমপ্রুভমেন্ট ইনিশিয়েটিভ’ শীর্ষক এক কর্মশালায় রোববার প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক স্বপন।

সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণের অংশ হিসেবে কোয়ালিটি ইমপ্র“ভমেন্ট সেক্রেটারিয়েট দেশব্যাপী এ কার্যক্রম পরিচালনা করছে।

হাসপাতালের সম্মেলন কক্ষে স্বাস্ব্যসেবা বিভাগের মহাপরিচালক ড. মোহাম্মদ শাহাদৎ হোসেন মাহমুদের সভাপতিত্বে কর্মশালায় আরও বক্তব্য দেন হাসপাতাল স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. মোহাম্মদ আলী, স্বাস্থ্য অর্থনীতির ডিজি ডা. আমিনুল হাসান, এডিজি ডা. নাসিমা খাতুন, মানিকগঞ্জের জেলা প্রশাসক এসএম ফেরদৌস, পুলিশ সুপার রিফাত রহমান শামিম, মেয়র গাজী কামরুল হুদা সেলিম।

মন্ত্রী আরও বলেন, সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হলে যারা কাজ করছেন তারা রোগীর সেবার ব্যাপারে কমিটেড হতে হবে। সর্বোপরি তাকে কাজ করতে হবে। এর সঙ্গে কমিউনিটিকে এ কর্মসূচিতে অংশ গ্রহণ করার সুযোগ তেরি করে দিতে পারলে আরও সুফল পাওয়া যাবে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

February 2019
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728  
আরও পড়ুন