ছতুরা দরবার শরিফের ৬২তম মাহফিল সম্পন্ন
জহির রায়হান প্রকাশিত: ১০:০০ অপরাহ্ণ , ১৭ ফেব্রুয়ারি ২০১৯, রবিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
জহির রায়হান : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ঐতিহাসিক ছতুরা দরবার শরীফের ৬২তম বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল রবিবার বাদ ফজর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে। আখেরী মোনাজাতে ধর্মপ্রাণ মুসলমানদের ঢল নামে। মহান আল্লাহপাক রাব্বুল আলামীনের নৈকট্য লাভের আশায় সারা বাংলার প্রত্যন্ত এলাকা থেকে মাহফিলে প্রচুর লোকের সমাগম হয়।
নিজের ও আহল আওলাদের গুনাহ খাতা মাফির জন্য এবং দেশ-জাতির ইহকালীন ও পরকালীন কল্যাণ কামনা করে আখেরী মুনাজাত অনুষ্ঠিত হয়। মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন দরবার শরীফের পরিচালনা পরিষদের চেয়ারম্যান ও পীর সাহেবের দৌহিত্র অবসরপ্রাপ্ত এয়ার কমোডো জাহিদ কুদ্দুস।
এ সময় মহান আল্লাহর দরবারে কান্নাকাটি আর আল্লাহুম্মা আমিন ধ্বনিতে মাহফিল ও আশ-পাশের এলাকার পরিবেশ ছিল লক্ষণীয়। দরবারের আশিকীন, যাকেরীন, মুহিব্বীন, খলিফাবৃন্দ, দেশ-বিদেশের অসংখ্য ওলামায়ে কেরাম, দেশ-বরেণ্য পীর-মাশায়েখগণ, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, ফায়ার সার্ভিস, ফ্রি মেডিকেল ক্যাম্পেইন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াসহ সামাজিক এবং বিভিন্ন পেশাজীবী লোকজন মোনাজাতে অংশ নেয়
আপনার মন্তব্য লিখুন