নূরপুর রুটি আঃ হক ভূইয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র হেড মাওলানা সালাম সরকার আর নেই
বার্তা সম্পাদক প্রকাশিত: ২:০৩ পূর্বাহ্ণ , ১৫ ফেব্রুয়ারি ২০১৯, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
আখাউড়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ধরখার ইউপিস্থ নুরপুর গ্রামের নুরপুর-রুটি আঃ হক ভুঁইয়া উচ্চ বিদ্যালয়ের হেড মাওলানা সিনিয়র শিক্ষক মোঃ আব্দুল সালাম সরকার ইন্তেকাল করেছেন। তিনি গত বুধবার (১৩ ফেব্রুয়ারি) রাত ২টা ১৫ মিনিটে রাজধানীর আজগড় আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী, পুত্র-কন্যা, আত্মীয়-স্বজন এবং অগনিত শিক্ষার্থীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
প্রয়াতের পরিবারবর্গ জানায়, তিনি বেশ কয়েক দিন ধরে শ্বাসকষ্ট রোগে ভুগছিলেন। বুধবার জোহর নামাজের পর প্রয়াতের নামাজে জানাযা শেষে নুরপুর গ্রামের গোরস্থানে তার মরদেহ দাফন করা হয়েছে।
প্রয়াত মোঃ আব্দুস সালাম সরকার একজন জনপ্রিয় শিক্ষক ছিলেন। তার মৃত্যুতে রুটি-নুরপুর দুই গ্রামে শোকের ছায়া নেমে আসে।
আপনার মন্তব্য লিখুন