সরাইলে মাদক সম্রাট খোরশেদ গ্রেফতার
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:৪১ অপরাহ্ণ , ১৩ ফেব্রুয়ারি ২০১৯, বুধবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
মোঃ তাসলিম উদ্দিন, সরাইল প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া সরাইলে মাদক সম্রাট মোঃ খোরশেদ মিয়া (৫৩) কে গ্রেফতার করেছে সরাইল থানার পুলিশ। গতকাল রাত সাড়ে অাটটায় সরাইল থানা অফিসার ইনচার্জ মোঃ মফিজ উদ্দিন ভুঁইয়ার দিক নির্দেশনায় এসআই, মিজানুর রহমান, এসআই,শাহরিয়ার নাঈম রোমান , এ এস আই রাজীব মজুমদার, এ এস আই জুয়েল রানা ভুইয়াসহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সৈয়দটুলা গ্রামের পাকা রাস্তা হতে ৫৪ পিছ ইয়াবাসহ তাকে গ্রেফতার করে সরাইল থানা পুলিশ।
গ্রেফতারকৃত মাদক সম্রাট মোঃ খোরশেদ মিয়া (৫৩) সরাইল সদর ইউনিয়নের সৈয়দটুলা গ্রামের মৃত অাব্দুর রউফ মিয়ার ছেলে।
সরাইল থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: মফিজ উদ্দিন ভুঁইয়া গ্রেফতারের সত্যতা স্বীকার করে বলেন, মাদক সম্রাট খোরশেদ এর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি অারো বলেন, এর বিরুদ্ধে আরো পাঁচটি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।
আপনার মন্তব্য লিখুন