৪ঠা জুন, ২০২৩ ইং | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

EN

সরাইলে বিশুদ্ধ পানির সংকটে গ্রামের অধিকাংশ মানুষ

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১০:৩০ অপরাহ্ণ , ১৩ ফেব্রুয়ারি ২০১৯, বুধবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে

মোঃ তাসলিম উদ্দিন, সরাইল প্রতিনিধি : শীতকালে দীর্ঘ সময় বৃষ্টির দেখা মেলেনা। এরই মাঝে ইরি বোরো মৌসুমে কৃষকের ধান রোপণের উৎসব। ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলে বিশুদ্ধ পানির সংকটে ভোগছেন গ্রামের অধিকাংশ মানুষ। আবার কোন কোন স্থানে নলকূপ থাকলেও পানি লবণাক্ত বা লালচে হওয়ায় প্রয়োজনীয় কাজে ব্যবহার হচ্ছেনা।

স্থানীয়রা জানান, বেশিরভাগ এলাকায় নলকূপে পানি না পাওয়ায় বিশুদ্ধ পানির দূর্ভোগে ভোগছেন স্থানীয় এলাকার সর্বস্থরের মানুষ।কৃষক ধান চাষসহ বিভিন্ন ফসলী জমিতে পানি দেওয়ার জন্য নলকুপ, ডিব ডিউবওয়েল থেকে মেশিনের সাহায্যে পানি উত্তোলনের কারণে পানির এ সমস্যা দেখা দিচ্ছে।

এছাড়াও কৃষি জমিতে সেচ দিতে গিয়ে এলাকায় থাকা নলকুপ গুলোতে পানি পাওয়া যাচ্ছেনা। গ্রামের বেশীর ভাগ এলাকার পরিবার গুলো বিশুদ্ধ পানির সংকটে নিরবে ভোগছেন। পানি না আসায় নলকূপগুলোতেও মরিচা পড়ে গেছে। দিন-রাত ২৪ ঘন্টা মেশিন দিয়ে পানি উত্তোলনের কারণে এ সমস্যা আরোতীব্র আকার ধারণ করছে।

স্থানীয় কৃৃষক মোঃ ইসমাইল মিয়া জানান, ডিপকল বা নলকুপ থেকে রাত্রিকালিন পানি উত্তোলন করলে এ সমস্যার কিছুটা লাঘব হতে পারে। অন্যান্য এলাকায় এ প্রথা চালু থাকলেও এখানকার সেচ পাম্পের মালিকরা তা মানছেন না।

সেচ পাম্পের মালিকদের সাথে কথা বললে তারা জানান, কৃষকদের ফসলী জমিতে প্রয়োজন মত পানি না পেলে কৃষকের চাষাবাদের জমি শুকিয়ে যাওয়ার সম্ভবনা বেশি। তাই ফসলি ক্ষেত টিকিয়ে রাখতে হলে প্রয়োজন মত পানি দিতে হয়।

এদিকে বিশুদ্ধ পানির সংকটে দুর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকসহ কোমলমতি স্কুল-মাদরাসার শিক্ষার্থীরা। পানির দুর্ভোগ কাটিয়ে উঠতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করছেন সরাইল উপজেলার আপামর জনগণ।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

February 2019
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728  
আরও পড়ুন