সরাইলকে মাদকমুক্ত করার অঙ্গীকার করলেন ওসি মফিজ উদ্দিন
বার্তা সম্পাদক প্রকাশিত: ৭:৫৯ অপরাহ্ণ , ১২ ফেব্রুয়ারি ২০১৯, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
মোঃ তাসলিম উদ্দিন, সরাইল প্রতিনিধিঃ সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মফিজ উদ্দিন ভুইয়া ইতিমধ্যে বিভিন্ন অনুষ্ঠানে মাদকের বিরুদ্ধে জিহাদ ঘোষনা করেছেন। তিনি বলেছেন, যতই ঝড়ঝাপটা আসুক মাদকের সাথে সম্পৃক্ততা থাকলে আপনি যেই হোন, কোন ধরণের ছাড় পাবেন না, এতে চাকরি হারাবার ভয় অামি করিনা । মাদক কারিকে আমি হাতকড়া পড়িয়েই ছাড়বো।
গতকাল সোমবার (১১ ফেব্রুয়ারি) ব্রাক্ষণবাড়িয়া টাইমসের সরাইল প্রতিনিধির একান্ত সাক্ষাৎকারে নির্ভীক কন্ঠে বলে যাচ্ছিলেন সরাইল থানার অফিসার ইনচার্জ মোঃ মফিজ উদ্দিন ভুইয়া।
সরাইল থানায় যোগদান করার পর থেকে উপজেলা জুড়ে মাদকিদের জন্য আতঙ্কের এক নাম হয়ে উঠেছেন ওসি মফিজ উদ্দিন ভুইয়া।
ওসি মফিজ জানান, মাদক নির্মূলে সরাইল থানার পক্ষ থেকে যুদ্ধ ঘোষণা করলাম। মাদক ব্যাবসায়ী যেই হউক কোন প্রকার ছাড় দেওয়া হবে না। সকলের সহযোগিতা কামনা করছি।পুলিশ জনতা ভাই ভাই মাদক ব্যবসায়ীদের রক্ষা নাই। জেলার পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন সকল কর্মকর্তাদের সার্বিক দিকনির্দেশনায় মাদক নির্মূলে চব্বিশ ঘন্টা কাজ করছেন তিনি।
অতএব মাদক নিয়ে কখনো কারো সাথে কোনো আপোষ নয়। বিক্রি অথবা সেবন, এর সাথে কোনোভাবে জড়িত থাকলে তাকে আইনের আওতায় আসতেই হবে। বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের সোনার বাংলাকে এগিয়ে নিতে শেষ নিঃশ্বাস পর্যন্ত কাজ করবেন বলে জানান তিনি।
আপনার মন্তব্য লিখুন