২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

EN

ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান কবি আল মাহমুদ হাসপাতালে

বার্তা সম্পাদক

প্রকাশিত: ২:৫৭ পূর্বাহ্ণ , ১০ ফেব্রুয়ারি ২০১৯, রবিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে

ব্রাহ্মণবাড়িয়া টাইমস রিপোর্ট : বাংলাদেশের অন্যতম প্রধান কবি আল মাহমুদ শারীরিকভাবে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত সেক্রেটারি আবিদ আজম।

আবিদ আজম জানান, ক‌বি আল মাহমু‌দের অবস্থা আশঙ্কাজনক। হাসপাতা‌লে চি‌কিৎসাধীন তি‌নি। সবার কা‌ছে তার জন্য দোয়া প্রার্থনা করা হ‌চ্ছে।

তবে তাকে ইবনে সিনা হাসপাতালে ভর্তির কথা নিশ্চিত করেছেন সাংবাদিক বাছির জামাল। তিনি জানান, কবি আল মাহমুদ ইবনে সিনা হাসপাতালের ধানমণ্ডি শাখায় ভর্তি আছেন। কবির শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সিসিইউতে রাখা হয়েছে তাকে।

কবি আবদুল হাই শিকদার জানান, ‘তার অবস্থা সংকটাপন্ন। আমরা তার সুস্থতা আশা করছি।’

আল মাহমুদের বয়স এখন ৮২ বছর। তিনি বয়সজনিত নানা ধরনের জটিলতায় ভুগছেন। ১৯৩৬ সালের ১১ জুলাই ব্রাহ্মণবাড়িয়া জেলার মোড়াইল গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। তার প্রকৃত নাম মীর আবদুস শুকুর আল মাহমুদ।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

February 2019
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728  
আরও পড়ুন