সাংবাদিক সৈয়দ আকরামের সহধর্মিণীর ইন্তেকাল
বার্তা সম্পাদক প্রকাশিত: ৩:০৯ পূর্বাহ্ণ , ১০ ফেব্রুয়ারি ২০১৯, রবিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
ব্রাহ্মণবাড়িয়া টাইমস রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র সাংবাদিক, দৈনিক সংগ্রামের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ও দৈনিক আজকের হালচালের বিশেষ প্রতিনিধি সৈয়দ মোহাম্মদ আকরামের সহধর্মিণী রাহুমা সুলতানা (৪৮) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাইহী রাজিউন।
দীর্ঘদিন যাবত তিনি হৃদরোগে আক্রান্ত ছিলেন। শনিবার রাত ১০টার দিকে তিনি অসুস্থ হয়ে পড়লে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুকালে তিনি স্বামী, দুই ছেলে ও এক মেয়ে সহ পরিবারের সদস্য ছাড়াও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
রোববার বাদ যোহর জেলা ঈদগাহ ময়দানে নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। সকল ধর্মপ্রাণ মুসলমানকে জানাযায় অংশগ্রহণ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
আপনার মন্তব্য লিখুন