ব্রাহ্মণবাড়িয়ার সংরক্ষিত মহিলা সংসদ আসনে মনোনয়ন পেলেন শিউলি আজাদ
বার্তা সম্পাদক প্রকাশিত: ২:৩৯ অপরাহ্ণ , ৯ ফেব্রুয়ারি ২০১৯, শনিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
মোঃ তাসলিম উদ্দিন, সরাইল প্রতিনিধি : সকল জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে ব্রাহ্মণবাড়িয়া হতে সংরক্ষিত মহিলা আসনে আওয়ামীলীগের মনোনয়ন পেলেন সরাইল উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক শহীদ এ কে এম ইকবাল আজাদের স্ত্রী উম্মে ফাতেমা নাজমা বেগম (শিউলী আজাদ)।
শিউলী আজাদ দশম জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২-(সরাইল-আশুগঞ্জ) আসনে আওয়ামীলীগের মনোনয়ন পেয়েছিলেন। পরে আসনটি মহাজোটকে ছেড়ে দিশে তিনি তার প্রার্থীতা প্রত্যাহার করেন। পরে তিনি সংরক্ষিত মহিলা আসনেও মনোনয়নপত্র দাখিল করেছিলেন।
গত ৮ ফেব্রুয়ারি শুক্রবার রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ও গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা শেষে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের কাছে সংরক্ষিত মহিলা আসনে দলের মনোনীত ৪১ জন সদস্যের নামের তালিকা ঘোষণা করেন। এ খবর গণমাধ্যমে ছড়িয়ে পড়লে (সরাইল -অাশুগঙ) উৎসাহ নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করতে দেখা যায়। এ উপলক্ষে সরাইলের অলিগলিতে ও রাজপথে আনন্দের জুয়ার লক্ষ্য করা যায়।
আপনার মন্তব্য লিখুন