আজ এসএসসি পরীক্ষা শুরু,সরাইল পরীক্ষার্থী ২১৯০
বার্তা সম্পাদক প্রকাশিত: ৬:৪৭ অপরাহ্ণ , ২ ফেব্রুয়ারি ২০১৯, শনিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
মোঃ তাসলিম উদ্দিন সরাইল প্রতিনিধি : আজ শনিবার সকাল ১০টা থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে। কোন বিরতি ছাড়াই চলবে দুপুর ১টা পর্যন্ত। সারাদেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়া সরাইলে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিবে ২ হাজার ১শ’৯০ জন।
উপজেলার ৫টি কেন্দ্রের ৫ টি বিদ্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে অংশগ্রহণ করবে ৭৫৮জন, শাহবাজপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে ৪৪৯ জন, অরুয়াইল বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে ৪৮০ জন, সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ৩৯৮ জন,
অপরদিকে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে উপজেলার ১টি কেন্দ্র সরাইল এম এ বাশার আইডিয়াল ইনস্টিটিউটে পরীক্ষা অনুষ্ঠিত হবে।এ পরীক্ষায় অংশগ্রহণ করবে ১ শ’৫ জন।
ইতিমধ্যেই সরাইল উপজেলা প্রশাসনের পক্ষে সুষ্ঠু,সুন্দর ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণের লক্ষ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন।
আপনার মন্তব্য লিখুন