সরাইলে এরশাদের রোগমুক্তি কামনায় জাপা’র দোয়া মাহফিল
বার্তা সম্পাদক প্রকাশিত: ১:৩৫ অপরাহ্ণ , ৩০ জানুয়ারি ২০১৯, বুধবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
মোঃ তাসলিম উদ্দিন, সরাইল প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মুহাম্মদ এরশাদের রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২৯ জানুয়ারী) বিকেল সাড়ে তিনটায় সরাইল উপজেলা পরিষদ মিলনায়তনে এই দোয়া মাহফিলের আয়োজন করে সরাইল ও আশুগঞ্জ উপজেলা জাতীয় পার্টি।
এতে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয় পার্টির আহবায়ক ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা। জাতীয় পার্টির সদস্য সচিব মোঃ হুমায়ন কবির, সাবেক ছাত্রনেতা এম এ মজিদ বক্স এর পরিচালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে সরাইল ও আশুগঞ্জ উপজেলার জাপা’র নেতা-কর্মী সহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন। পরে সরাইল শাহী জামে মসজিদের ঈমাম মাওঃ আমান উল্লাহ উপস্থিত সকলকে নিয়ে দোয়া করেন।
আপনার মন্তব্য লিখুন