৩০শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

EN

নাসিরনগর উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৮:০৬ পূর্বাহ্ণ , ৩০ জানুয়ারি ২০১৯, বুধবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে

মোঃ অাব্দুল হান্নান, নাসিরনগর প্রতিনিধি : ব্রাক্ষণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা অাওয়ামীলীগের এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার (২৮ জানুয়ারি) স্হানীয় ইনিস্টিটিউড লাইভস্টক সায়েন্সএন্ড টেকনোলজি মিলনায়তনে এ সভা অনুষ্টিত হয়।

এ সসময় আলহাজ্ব বি, এম, ফরহাদ হোসেন সংগ্রাম এমপি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দলের জন্য কাজ করতে অাহবান জানান।
তিনি বলেন, উপজেলা পরিষদ-নির্বাচনে দল যাকে মনোনয়ন দেবে তার পক্ষেই কাজ করতে হবে।

উপজেলা আওয়ামীলীগ সভাপতি ডাঃ রাফিউদ্দিন আহমেদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকারের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন আলহাজ্ব বি,এম ফরহাদ হোসেন সংগ্রাম এমপি।

সভায় বক্তব্য রাখেন উপজেলার বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। এ সময় উপজেলা পরিষদ নিবার্চনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশীরাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

বর্ধিত সভা শেষে ৭ সদস্যের জুরি বোর্ডে সিদ্ধান্ত অনুযায়ী উপজেলা চেয়ারম্যান পদে ১১ জন প্রার্থীর মধ্যে- উপজেলা আওয়ামীলীগ সভাপতি ডাঃ রাফি উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক শরীফুজ্জামান চৌধুরী সুমন।

উপজেলা ভাইস চেয়ারম্যান পদে ৯ জন প্রার্থীর মধ্যে- উপজেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক অরুন জ্যোতি ভট্রাচার্য, উপজেলা ছাত্রলীগের আহবায়ক নাসিরউদ্দিন রানা, উপজেলা যুবলীগ সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান অঞ্জন কুমার দেব।

উপজেলা মহিলা চেয়ারম্যান পদে ৯ জন প্রার্থীর মধ্যে- রুবিনা আক্তার, নাসিরনগর সদর ইউপির মহিলা সদস্য পুতুল রানী দাস ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা হামিদা লতিফ পান্নাকে নিবার্চিত করে তাদের নাম ঘোষনা করা হয়।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

January 2019
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
আরও পড়ুন