নাসিরনগরে পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষে র্যালী
বার্তা সম্পাদক প্রকাশিত: ৯:৪৩ পূর্বাহ্ণ , ২৮ জানুয়ারি ২০১৯, সোমবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
মোঃ আব্দুল হান্নান, নাসিরনগর প্রতিনিধি : “পুলিশই জনতা, জনতাই পুলিশ”এই শ্লোগানকে সামনে রেখে ২৭ জানুয়ারি ২০১৯ রোজ রবিবার জেলার নাসিরনগরে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব বিএম ফরহাদ হোসেন সংগ্রাম ও থানার অফিসার ইনচার্জ সাজেদুর রহমানের নেতৃত্বে উপজেলা সদরে এক বর্ণাঢ্য র্যালী বের হয়।
র্যালিটি থানা চত্বর থেকে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে থানার সামনে গিয়ে শেষ হয়। এসময় র্যালিতে ওসি(তদন্ত) রঞ্জন কুমার ঘোষ, থানা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি মোঃ আবদুর রহিম মাস্টার, সাধারণ সম্পাদক অরুণ জ্যোতি ভট্টাাচার্য, পূজা উদযাপন কমিটির সভাপতি হরিপদ পোদ্দার, সাধারণ সম্পাদক প্রভাষক নির্মল চৌধুরী, থানার সকল অফিসার,কনেষ্টবল,পুলিশিং কমিটির সদস্য, শিক্ষার্থী, সাংবাদিকসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ব্রাহ্মণবাড়িয়া এক সংসদীয় ২৪৩ নাসিরনগর আসনের সাংসদ আলহাজ্ব বিএম ফরহাদ হোসেন সংগ্রাম বলেন, পুলিশ জনগনের বন্ধু। পুলিশ প্রতিষ্ঠালগ্ন থেকেই মানুষের সেবা করে আসছে। সকল অপরাধ দমনে পুলিশকে সহযোগিতা করার জন্য সকল জনগনের প্রতি উদাত্ত আহবানও জানান তিনি।
আপনার মন্তব্য লিখুন