৩০শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

EN

সরাইল উপজেলা পরিষদ নির্বাচনে আ’লীগের সভা ও দলীয় প্রার্থী মনোনয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৪:৩৭ পূর্বাহ্ণ , ২৭ জানুয়ারি ২০১৯, রবিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে

মোঃ তাসলিম উদ্দিন, সরাইল প্রতিনিধি : সারা দেশের ন্যায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আওয়ামী লীগের সভা ও দলীয় প্রার্থী চূড়ান্ত করতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। (২৬ জানুয়ারি) শনিবার
সকাল সাড়ে দশটায় সরাইল উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করার লক্ষ্যে ভোট গ্রহণ করা হয়।

কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আনুষ্ঠানিক ভোট গ্রহণ করা হয়েছে। এতে ৫১ জন ভোটারের মধ্যে ৫০ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে আওয়ামী লীগ দলীয় প্রার্থী হতে ভোটে অংশ নেন, বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ আবদুর রাশেদ, বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, মোঃ রফিক উদ্দিন ঠাকুর, পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান মোঃ শের আলম মিয়া ,দীলিপ নাগ, এ্যাডঃমোঃ মুখলেছুর রহমান। এদিকে ভাইস চেয়ারম্যান পদে ভোটে প্রার্থীর অংশ নেন, হাজী ইকবাল হোসেন,মোঃ হাফিজুল আসাদ সিজার, জিয়াউল হক, বেলায়েত হোসেন, সুজন মিয়া, আক্কাস মিয়া ও আবুল কালাম।

উৎসাহ উদ্দীপনার আর মিছিলের মধ্য দিয়ে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। তবে ভোটের ফলাফল তাৎক্ষনিকভাবে জানানো হয়নি। দলীয় সুএে জানা যায় নির্বাচিত প্রার্থীর নাম জেলা থেকে ঘোষনা করা হবে। এর আগে
ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী প্রধান অতিথিতে সভাপতিত্ব করেন, সরাইল উপজেলা আওয়ামী লীগের আহবায়ক এ্যাডঃ নাজমুল হোসেন, এতে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শাহ আলম সরকার, প্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম, বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব মোঃ ফরহাদ রহমান মাক্কি, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলী আজাদ, যুগ্ম আহ্বায়ক মোঃখায়রুল হুদা চৌধুরী বাদল,সরাইল উপজেলা যুবলীগের সভাপতি এ্যাডঃ আশরাফ উদ্দিন মন্তু, এ্যাডঃ জয়নাল উদ্দিন জয়, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও যুবলীগের সাধারণ সম্পাদক মো: শের আলম মিয়াসহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ ও কৃষকলীগের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

January 2019
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
আরও পড়ুন