সাংবাদিক থেকে যেভাবে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন প্রিন্স
বার্তা সম্পাদক প্রকাশিত: ৮:৩৫ পূর্বাহ্ণ , ২৬ জানুয়ারি ২০১৯, শনিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
মোঃ আব্দুল হান্নান, নাসিরনগর প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া জেলার গর্ব, সরাইল উপজেলার কৃতি সন্তান, সরাইল উপজেলা আওয়ামীলীগের অন্যতম নেতা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব ফরহাদ রহমান মাক্কীর সুযোগ্য সন্তান ও বিশিষ্ট সাংবাদিক, ব্যারিষ্টার শাহ আলী ফরহাদ প্রিন্সকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিশেষ সহকারি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এ বিষয়ে জানতে চেয়ে ব্যারিষ্ট্রার শাহ আলী ফরহাদ প্রিন্সের পিতা ফরহাদ রহমান মাক্কীর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আমার ছেলে ছাত্রজীবনে কখনো রাজনীতি করেনি। প্রিন্স সব সময় লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকত। প্রিন্স বাংলাদেশ থেকে ইংলিশ মিডিয়ামে পড়া শুনা শেষ করে ২০০৮ সালে লন্ডনে চলে যায়।
সেখানে প্রায় ৪ বছর যাবৎ পড়াশুনা করে ২০১২ সালে সে পড়া শুনা শেষ করে ব্যারিষ্ট্রারী ডিগ্রী লাভ করে। পরবর্তীতে বাংলাদেশে এসে একটি ইংলিশ পত্রিকায় লেখালেখি শুরু করে। সে সময় নজর কেড়ে নেয় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য পুত্র সজিব ওয়াজেদ জয়ের। তখন ব্যারিষ্টার শাহ আলী ফরহাদ প্রিন্সকে বাংলাদেশ আওয়ামীলীগের উপ-কমিটির সহ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়।
আপনার মন্তব্য লিখুন