গোকর্ণ ইউ/পি উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করলেন শেখ যুবায়ের হাসান
বার্তা সম্পাদক প্রকাশিত: ৮:১৭ পূর্বাহ্ণ , ২৬ জানুয়ারি ২০১৯, শনিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
মোঃ আব্দুল হান্নান, নাসিরনগর প্রতিনিধি : আসছে ২৮ ফেব্রুয়ারী ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোকর্ণ ইউনিয়নের উপ নির্বাচন। নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী শেখ যুবায়ের হাসান ২৫ জানুয়ারী ২০১৯ রোজ শুক্রবার বেলা ১১টায় দলীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
শেখ যুবায়ের হাসান পরিচিতিঃ উপজেলার গোকর্ণ ইউনিয়নের নতুন বাজারের স্থায়ী বাসিন্দা মৃত শেখ আব্দুল হাকিমের পুত্র, বিশিষ্ট ব্যবসায়ী, রাজনীতিবিদ, সমাজসেবক, দানবীর ও গোকর্ণ পশ্চিমপাড়া বাইতুল মামুন জামে মসজিদের সভাপতি শেখ যুবায়ের হাসান।
রাজনৈতিক ও সামাজিক পরিচিতিঃ শেখ যুবাযের হাসান বর্তমানে গোকর্ণ সৈয়দ ওয়ালী স্কুল এন্ড কলেজের পরিচালনা কমিটির সভাপতি। আকাশিয়া এগ্রো ফিরারিজের সহ-সভাপতি। জেলা যুবলীগের কার্যকরী কমিটির হেলাল পরিষদের সাবেক সদস্য। ফ্রান্স আওয়ামীলীগ শাখার সাবেক শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক, ইতালী আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি, ইতালীস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক।
তিনি গোকর্ণ ইউনিয়ন পরিষদ উপ- নির্বাচনে চেয়ারম্যান পদে সকলের দোয়া আর্শীবাদ ও সমর্থন প্রত্যাশী। জানা গেছে উপ নির্বাচনে এ ইউনিয়ন থেকে এখন পর্যন্ত মোট ১২ জন চেয়ারম্যান প্রার্থী দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
আপনার মন্তব্য লিখুন