নাসিরনগরে কৃষি জমির উর্বর মাটি চলে যাচ্ছে ইট ভাটায়
বার্তা সম্পাদক প্রকাশিত: ৫:২৩ অপরাহ্ণ , ২৫ জানুয়ারি ২০১৯, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
মোঃ আব্দুল হান্নান, নাসিরনগর প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার কৃষি জমির উর্বর মাটি বা টপসয়েল কেটে নিয়ে যাচ্ছে ভাটার মালিকরা। উর্বর মাটি ইট ভাটায় চলে যাওয়ার ফলে ফসলি জমি উৎপাদন কমে যাচ্ছে। ভয়াবহ বিপর্যের সম্মুখীন হচ্ছে পরিবেশ।
মাটি পরিবহন ট্রলি বা ট্রাকগুলো চলাচলের ফলে মহাসড়ক বা ইউনিয়ন পরিষদের সড়ক ভেঙ্গে গর্তের সৃষ্টি হচ্ছে। এতে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। বর্ষা এলেই পাকা রাস্তার প্লাষ্টার উঠে খানা খন্দে সৃষ্টি হয়। সরকারী আইন অনুযায়ী কৃষি জমি মাটি ইট ভাটায় ব্যবহার নিষিদ্ধ। এই আইন লঙ্গনের জন্য সর্বোচ্চ ২ বছর কারাদন্ড বা দুই লক্ষ টাকা জরিমানা অথবা উভয় দন্ডের বিধান রয়েছে।
উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে জানা গেছে, ভাটার দালালরা কৃষকদের বিভিন্ন ভাবে ফুসলিয়ে, ভূল বুঝিয়ে, অর্থের লোভে ফেলে স্বল্প মূল্যে জমির মালিকদের কাছ থেকে ক্রয় করে তা ইট ভাটার মালিকদের কাছে বিক্রি করছে। জমির মালিকদের বুঝানো হচ্ছে উচু জমিতে ধান আবাদ কম হয়। জমি থেকে সেচের পানি নেমে যায়। তাই উপরের মাটিতে বিভিন্ন রকমের ভাইরাস ও ময়লা থাকে। উপরের মাটি বিক্রি করে দিলে নতুন মাটিতে ফলন ভাল হয়। এতে লাভবান হচ্ছে ইটভাটার মালিক সহ একটি দালাল চক্র।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আনিসুজ্জামান জানান, নাসিরনগর উপজেলার বিভিন্ন জায়গায় প্রায় ২০টির মত ইটভাটা রয়েছে। ফসলী জমির উপরিভাগের ৪/৬ ইঞ্চি মাটি বেশী উর্বর। এভাবে উর্বর মাটি ভাটায় চলে গেলে ভবিষ্যতে ২০/৩০ শতাংশ হারে ফসল উৎপাদন চলে যাবে।
আপনার মন্তব্য লিখুন