নবীনগর প্রেসক্লাবে আ’লীগ নেতা শফিকুল ইসলামের মতবিনিময়
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:২২ অপরাহ্ণ , ২৫ জানুয়ারি ২০১৯, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
নবীনগর প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে নবীনগর উপজেলা আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফিক মতবিনিময় করেছেন।
শুক্রবার(২৫/০১)সন্ধ্যায় প্রেসক্লাবে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।প্রেসক্লাব সভাপতি মাহাবুব আলম লিটনের সভাপতিত্বে ও সেক্রেটারী আসাদুজ্জামান কল্লোল এর সঞ্চালনায় আওয়ামী লীগ শফিকুল ইসলাম তার শুভেচ্ছা বক্তব্যে আগামী উপজেলা পরিষদ নির্বাচনে পার্টির মনোনয়ন নিয়ে উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করার প্রত্যাশা ব্যক্ত করেন এবং নির্বাচিত হলে দুর্নীতির বিরুদ্ধে তার অবস্থান সুদৃঢ় রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন,পৌর আওয়ামী লীগের ১নং ওয়ার্ডের সভাপতি নূরে আলম ও দপ্তর সম্পাদক মো. জামাল হোসেন,নবীনগর উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা ওমর ফারুক,নবীনগর উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মো: হোসেনসহ প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।
আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। নবীনগরকে নিয়ে তার বিভিন্ন সুপরিকল্পনার কথা ব্যক্ত করেন।
আপনার মন্তব্য লিখুন