১লা এপ্রিল, ২০২৩ ইং | ১৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

EN

ব্রাহ্মণবাড়িয়ায় পূর্ব শক্রতার জেরে যুবক খুন

বার্তা সম্পাদক

প্রকাশিত: ২:০৫ পূর্বাহ্ণ , ২৭ ডিসেম্বর ২০১৮, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় সৌরভ আহমেদ (২৫) নামে এক যুবককে ছুরিকাঘাত করে হত্যা করেছে সন্ত্রাসীরা। পূূূূর্ব শক্রতার জের ধরে সোমবার দুপুরে জেলা শহরের কলেজপাড়ায় এ ঘটনা ঘটে। বিকেলে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা  নেয়ার পথে তার মৃত্যু হয়।নিহত সৌরভ শহরের কান্দিপাড়া মহল্লার আশু মিয়ার ছেলে। তিনি ঢাকায় একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন বলে জানা গেছে।

নিহতের পরিবার সূূূএে জানা যায়, সৌরভের স্ত্রী কলেজপাড়া মহল্লার একটি মাদরাসায় পড়ালেখা করেন। কয়েক মাস আগে মাদরাসা থেকে আনতে গিয়ে স্থানীয় কয়েকজন যুবকের সঙ্গে বাগবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। সোমবার দুপুরে সৌরভ মাদরাসা থেকে আশাকে আনতে গেলে একদল যুবক তার ওপর হামলা চালায়। এ সময় হামলাকারীরা সৌরভকে ছুরিকাঘাত করে তাকে সড়কের পাশের একটি ডোবায় ফেলে দেয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার (ওসি) মুহাম্মদ সেলিম উদ্দিন জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো আছে। তদন্তের ভিওিতে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্হা নেওয়া হবে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

December 2018
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
আরও পড়ুন