বিএনপি’র প্রার্থী বিরুদ্ধে ভোটারদের ভয়ভীতি দেখানোর অভিযোগ সংগ্রামের
বার্তা সম্পাদক প্রকাশিত: ৪:০৬ পূর্বাহ্ণ , ২৭ ডিসেম্বর ২০১৮, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
নাসিরনগর সংবাদদাতা : ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের বিএনপি প্রার্থী সৈয়দ একে একরামুজ্জামান সুখনের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘন ও ভোটারদের ভয়ভীতি দেখানোর অভিযোগ করেছেন আওয়ামী লীগের প্রার্থী বিএম ফরহাদ হোসেন সংগ্রাম। বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
সংগ্রাম বলেন, নির্বাচনের আগে ও ভোটের দিন কর্মী-সমর্থকরা যাতে কেন্দ্রে যেতে না পারেন সেজন্য ভয়ভীতি দেখানো হচ্ছে এবং ৩০ ডিসেম্বর রক্তের বন্যা বইয়ে দেয়ার হুমকি দেয়া হচ্ছে। তিনি অভিযোগ করে বলেন, একরামুজ্জামান ভোটের প্রচারণার নামে এলাকায় প্রচুর বহিরাগত লোক নিয়ে এসেছেন এবং অতীতের মতো নৌকার জোয়ার ঠেকাতে কালো টাকা ছড়াচ্ছেন।
আপনার মন্তব্য লিখুন