৬ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

EN

কসবা ইমাম প্রি-ক্যাডেট স্কুলের বার্ষিক ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৪:১১ পূর্বাহ্ণ , ২৭ ডিসেম্বর ২০১৮, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে

মোবারক হোসেন চৌধুরী নাছির : ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভার প্রাণকেন্দ্রে অবস্থিত ইমাম প্রি-ক্যাডেট স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা, মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ, অভিভাবক সমাবেশ ও আলোচনা সভা গতকাল ২৬ ডিসেম্বর বুধবার সকাল ৯টায় বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা মো. সৈয়দ ইমামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন; কসবা পৌরসভার সুযোগ্য মেয়র মো. এমরান উদ্দিন জুয়েল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. মনির হোসেন, সাধারণ সম্পাদক মো. আফজাল হোসেন রিমন. সহ-সভাপতি শাখাওয়াত হোসেন নিজাম, সাবেক সাধারণ সম্পাদক এমদাদুল হক পলাশ, উপজেলা সহকারি শিক্ষা অফিসার মো. নাজমুল হক শিকদার, প্রধান শিক্ষক মো. হেলাল উদ্দিন, প্রধান শিক্ষক নাসিমা বেগম. এডভোকেট বিল্লাল হোসেন।

স্বাগত বক্তব্য রাখেন; বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক প্রভাষক মো. জয়নাল আবেদীন। সহকারি শিক্ষক মো. হাফিজুল ইসলাম আকন্দ ও মো. সেলিম খান’র সঞ্চালনায় দেড় সহস্্রাধিক শিক্ষার্থীর ফলাফল ঘোষণা, ৫৬৭জনকে মেধা পুরস্কার প্রদান করা হয়। প্রধান অতিথি কসবা পৌরসভা মেয়র মো. এমরান উদ্দিন জুয়েল বলেন, বীর মুক্তিযোদ্ধা মো. সৈয়দ ইমামের প্রতিষ্ঠিত ইমাম প্রি-ক্যাডেট স্কুলের মাধ্যমে এলাকার শিক্ষার হার বৃদ্ধি পাচ্ছে। বক্তাগণ বিদ্যালয়ের ধারাবাহিক সফলতার বিভিন্ন দিক তুলে ধরেন।
কসবা-আখাউড়ার উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বর্তমান আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি-কে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতিকে রায় দিয়ে পূনরায় জয়যুক্ত করার আহ্বান জানান।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক প্রভাষক মো. জয়নাল আবেদীন বলেন, ইমাম প্রি-ক্যাডেট স্কুল থেকে প্রাথমিক সমাপনী পরীক্ষয় ৯৩জন জিপিএ ৫ সহ শতভাগ পাশ করার গৌরব অর্জন করে। প্রতিষ্ঠানে এ যাবত ৮৮ জন শাপলা কাব অ্যাওয়ার্ড অর্জন করে। পিএস সহ বিভিন্ন পুরস্কার লাভ করে আপনাদের সহযোগিতা ও দোয়ায় সফলতার ১৬ বছর অতিক্রম করে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

December 2018
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
আরও পড়ুন