৪ঠা জুন, ২০২৩ ইং | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

EN

ব্রাক্ষণবাড়িয়া-৪ আসনে নৌকার প্রচারণায় ধরখার ইউনিয়ন মহিলা আওয়ামীলীগ

নির্বাহী সম্পাদক জহির রায়হান

প্রকাশিত: ৭:৫২ অপরাহ্ণ , ২৬ ডিসেম্বর ২০১৮, বুধবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে

আখাউড়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে কসবা-আখাউড়া আওয়ামীলীগ মনোনীত নৌকার মাঝি এডভোকেট আনিসুল হকের বিজয় সুনিশ্চিত করতে রবিবার সকালে ধরখার ইউনিয়ন রুটি গ্রামে নৌকার গণসংযোগ করেছে ধরখার মহিলা আওয়ামীলীগ। রুটি গ্রাম গণসংযোগ শেষে সেখানকার সরকার বাড়ীতে আবার উঠান বৈঠকও করেন তিনি।

উক্ত উঠান বৈঠকে রুটি ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সভাপতি কল্পনা রানী দেব এর সভাপতিত্বে ও সানোয়ারা খাতুন এর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধরখার ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মহিলা মেম্বার মিসেস সাহারা খাতুন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধরখার ইউনিয়ন ছাত্রলীগ নেতা মোঃ শামীম সরকার।

নির্বাচন প্রসঙ্গে সাহারা খাতুন বলেন, নৌকা উন্নয়নের প্রতীক। বাংলাদেশ সৃষ্টি থেকে শুরু করে সব অর্জনের পেছনে এই নৌকার ভূমিকা সবার চেয়ে বেশি। তাই দেশকে এগিয়ে নিতে হলে নৌকার সঙ্গেই থাকতে হবে।

মোঃ শামীম সরকার বলেন, আগামী ৩০শে ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে কসবা আখাউড়া উপজেলার নৌকার মাঝি এডভোকেট আনিসুল হক। তিনি এই এলাকার সাধারণ মানুষের ভাগ্য গড়ার কারিগর। তাই আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে নৌকা মার্কায় ভোট দিয়ে আনিসুল হককে বিপুল ভোটে বিজয়ী করি।

তরুণদের উদ্দেশ্যে তিনি বলেন, তরুণরাই জাতির ভবিষ্যত, তারাই দেশটাকে এগিয়ে নিয়ে যাবে। তাই তরুণ ভোটারদের প্রথম ভোট মুক্তিযুদ্ধের পক্ষে হউক।

উক্ত উঠান বৈঠকে আরো উপস্থিত ছিলেন, যুবলীগের নেতা মোঃ জহির, লালু খাঁন, নূরপুর ওয়ার্ড মহিলা আওয়ামীলীগের সভাপতি মিনা বেগম, সাধারণ সম্পাদক তাহেরা খাতুনসহ অর্ধশতাধিক মহিলা আওয়ামী লীগের নেত্রীবৃন্দ।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

December 2018
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
আরও পড়ুন