৬ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

EN

লেবাননে কেন্দ্রীয় আ’লীগ ও শ্রমিক লীগের যৌথ উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৮:১৭ পূর্বাহ্ণ , ২৪ ডিসেম্বর ২০১৮, সোমবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে

জহির রায়হান, লেবানন থেকে : বাংলাদেশ আওয়ামী শ্রমিক লীগের লেবানন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ও আয়োজনে এবং লেবানন কেন্দ্রীয় আওয়ামী লীগের সার্বিক সহযোগিতায় বিপুল উৎসাহ উদ্দীপনা ও জমকালো আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন এবং পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে রবিবার (২৩ ডিসেম্বর) স্থানীয় সময় বিকাল ৩টায় বৈরুতের হাইসিল্লুম এলাকায় হোটেল আল কামালে আলোচনা ও পরিচিতি সভা, সাংস্কৃতিক সন্ধ্যা এবং নৈশ ভোজের আয়োজন করা হয়।

সভার শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত পাঠ করেন শ্রমিক লীগের ধর্ম সম্পাদক মোহাম্মদ আলী। এ সময় জাতীয় সঙ্গীত গাওয়া হয় এবং বঙ্গবন্ধুসহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

শ্রমিক লীগের সভাপতি ওসমান গনির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোস্তফা কামাল মন্ডলের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেবানন কেন্দ্রীয় কমিটির সভাপতি বাবুল মুন্সী।

আলোচনা সভায় অংশগ্রহণকারী দর্শকদের উপস্থিতির একাংশ।

এরপর মহান বিজয় দিবস উপলক্ষে শুরু হয় আলোচনা সভা। আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রচার সম্পাদক মহসীন মৃধা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা ও সাবেক সভাপতি কাসেম সাদী, উপদেষ্টা জাকির হোসেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের সভাপতি ও অনুষ্ঠানের প্রধান অতিথি বাবুল মুন্সী, সিনিয়র সহ-সভাপতি সুফিয়া আক্তার বেবী, সহ-সভাপতি মোহাম্মদ আলী, শেখ জামাল ও রুহুল আমীন, আল বুরুশ মোকায়েম শাখার সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক।

এছাড়াও মহান বিজয় দিবস উপলক্ষে আরো বক্তব্য রাখেন, শ্রমিক লীগের প্রধান উপদেষ্টা ইবরাহীম খাঁন, উপদেষ্টা সিরাজুল ইসলাম, সহ-সভাপতি সিদ্দিকুর রহমান ও তাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শুভ মুন্সী, সাংগঠনিক সম্পাদক ইয়াছিন মাতব্বর প্রমূখ।

আলোচনায় অংশ নিয়ে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন হচ্ছে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া এবং একটি সুখী, সমৃদ্ধশালী উন্নত দেশ হিসেবে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবার। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার সেই কাজ করে যাচ্ছে।

বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রবাসী সঙ্গীত শিল্পীরা গান পরিবেশন করছেন।

বক্তারা বলেন, দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে, মুক্তিযুদ্ধের শক্তিকে আরো গতিশীল ও সকল সাম্প্রদায়িকতাকে প্রতিহত করতে আগামী ৩০ ডিসেম্বর দেশে পরিবার পরিজন, বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদেরকে নৌকা মার্কায় ভোট দেয়ার আহবান জানান।

এছাড়াও বসন্তের কোকিল উল্লেখ করে বক্তারা বলেন, নিজেদের স্বার্থ চরিতার্থের জন্য যারা দলকে দ্বিখন্ডিত করে তারা কোন দলেই বেশি দিন টিকবে না। লেবানন কেন্দ্রীয় আওয়ামী লীগ ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। কিন্তু এই ধরনের স্বার্থন্বেষী মানুষগুলো সমাজের কাছে চিরদিনই দৃষ্টান্ত হয়ে থাকবে।

আলোচনা সভা শেষে আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দরা আওয়ামী শ্রমিক লীগের নেতাকর্মীদের ফুল দিয়ে বরন করে নেন। সবশেষে প্রবাসী বাংলাদেশী গায়কদের বিভিন্ন দেশাত্মবোধক ও আধুনিক গানের সুরের মূর্ছনায় অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

December 2018
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
আরও পড়ুন