আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লেবানন আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণা শুরু
বার্তা সম্পাদক প্রকাশিত: ৩:৪৫ পূর্বাহ্ণ , ১১ ডিসেম্বর ২০১৮, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
জহির রায়হান, লেবানন থেকে : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ আওয়ামী লীগ লেবানন শাখার নেতৃবৃন্দরা ‘নির্বাচনী প্রচারণা’ শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করে। গতকাল রবিবার (৯ ডিসেম্বর) স্থানীয় সময় বিকাল ৩টায় বৈরুতের রামেল বাইদা এলাকায় মাতাম সিনি রেস্তোরাঁয় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভা থেকেই লেবাননের স্থানীয় আওয়ামীলীগের নেতা কর্মীরা বাংলাদেশে আসন্ন জাতীয় একাদশ সংসদ নির্বাচনের প্রচারণা কাজে অংশ নেয়ার জন্য সকলকে আহবান করেন।
আওয়ামী লীগ লেবানন শাখার সভাপতি বাবুল মুন্সীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মশিউর রহমান টিটু’র সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রচার সম্পাদক মহসীন মৃধা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি সুফিয়া আক্তার বেবী, সহ-সভাপতি রুবেল আহমেদ, মোহাম্মদ আলী, হাজমিয়ে শাখার উপদেষ্টা জাকির হোসেন ও সভাপতি রুহুল আমীন, সাবরা শাখার সভাপতি খোরশেদ আলম, আইনা দিলবি শাখার সভাপতি তাজুল ইসলাম, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, সিনিয়র সহ-সভাপতি মো: মাসুদ প্রমূখ।
উক্ত সভায় আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়নের দিক তুলে ধরে বক্তারা বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার একটি দেশ ও জাতির জনপ্রিয় সরকার। বর্তমান সরকারের আমলে দেশে যে পরিমাণ উন্নয়ন হয়েছে পূর্বে কোন সরকারের আমলেই তা হয়নি। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারো নৌকা মার্কায় ভোট দিয়ে পূনরায় আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় আনতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে একযোগে কাজ করতে হবে।

সাধারণ প্রবাসী বাংলাদেশীদের মাঝে নির্বাচনী প্রচারপত্র বিতরণ করছেন নেতাকর্মীরা।
উক্ত আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ লেবানন শাখার উপদেষ্টা জয়নাল আবেদীন, নাছির মোল্লা, আওয়ামী লীগ লেবানন শাখার সাবেক সভাপতি কাসেম সাদী, সহ-সভাপতি জামাল মিয়া, জুনায়েদ, শেফালী আক্তার, মহিলা সম্পাদিকা বৃষ্টি রানী সহ আরো অনেকে।
আপনার মন্তব্য লিখুন