মহান বিজয় দিবসে বিনামূল্যে সাধারণ স্বাস্থ্যসেবা ও পরামর্শ প্রদান করবে বৈরুত বাংলাদেশ দূতাবাস
বার্তা সম্পাদক প্রকাশিত: ৯:৪৭ অপরাহ্ণ , ৬ ডিসেম্বর ২০১৮, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
আসছে (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষ্যে লেবাননে বসবাসরত সকল প্রবাসী বাংলাদেশীদের সুবিধার্থে বৈরুত বাংলাদেশ দূতাবাস এক মহৎ উদ্যোগ গ্রহণ করেছে। এদিন বাংলাদেশ দূতাবাস বৈরুতের উদ্যোগে এবং ইউনিফিল-এ নিয়োজিত বাংলাদেশ নৌ-বাহিনীর মেডিকেল টীম-এর সহযোগিতায় লেবানন প্রবাসী বাংলাদেশীদের বিনামূল্যে সাধারণ স্বাস্থ্যসেবা ও পরামর্শ প্রদান করবে বৈরুত বাংলাদেশ দূতাবাস।
দূতাবাসের প্রথম সচিব (শ্রম) ও দূতালয় প্রধান আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। আগামী রবিবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত দূতাবাসের হলরুমে এ সেবা প্রদান করা হবে।
উল্লেখিত সময়ে দূতাবাসে উপস্থিত হয়ে সাধারণ স্বাস্থ্যসেবা ও পরামর্শ গ্রহণ করার জন্য আগ্রহী সকল প্রবাসী বাংলাদেশীদের অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ দূতাবাস। স্বাস্থ্যসেবা গ্রহণে ইচ্ছুক সকলকে দূতাবাসের হটলাইন নাম্বার: ৭০৬৩৫২৭৮-এ টেলিফোন করে অথবা Whatsapp massage পাঠিয়ে নাম নিবন্ধন করার জন্য অনুরোধ জানানো হয়েছে। খবর বিজ্ঞপ্তি:
আপনার মন্তব্য লিখুন