১লা এপ্রিল, ২০২৩ ইং | ১৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

EN

মঙ্গলে এ কোন প্রাণী!

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৯:২৬ অপরাহ্ণ , ৯ নভেম্বর ২০১৮, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে

অনলাইন ডেস্ক : সম্প্রতি নাসার মঙ্গলযানে একটি অদ্ভুত উজ্জ্বল আলো ধরা পড়েছে। যা নিয়ে শুরু হয়েছে কন্সপিরেসি থিয়োরিস্টদের নতুন জল্পনা। সেই আলো যেভাবে একই জায়গায় স্থির হয়ে রয়েছে, তাতে ক্যামেরার কোন ভুল বা দাগ বলে মনে হচ্ছে না।

একটি জনপ্রিয় ইউএফও ব্লগে দাবি করা হয়েছে, নাসা এই অদ্ভুত আলোর দিকে তাদের মঙ্গলযান রোভারকে নিয়ে যায়নি। কারণ তাতে রোভার খারাপ হয়ে যেতে পারত। মঙ্গলের চারদিকে ঘুরতে ঘুরতে রোভার তিনটি ছবি তুলেছে। তিন বার যে ছবিটি উঠেছে তা কোন রেডিয়েশন বা কিছুর রিফ্লেকশন হতে পারে না বলেই এই ব্লগটিতে দাবি করা হয়েছে।

এটি কোন প্রাণের সন্ধান দিতে পারে বলেই তাদের দাবি। কিন্তু নাসা এনিয়ে বেশি খোঁজ নিল না কেন? আসলে রোভারকে কাছে নিয়ে গেলে তার ক্ষতি হতে পারত বলেই নাসা এটি নিয়ে আর এগোয়নি বলে কন্সপিরেসি থিয়োরিস্টদের দাবি। খবর এবেলা।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

November 2018
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
আরও পড়ুন