লেবাননে টিবি রোগে আক্রান্ত মাসুদের চিকিৎসার দায়িত্ব নিলেন রাষ্ট্রদূত
বার্তা সম্পাদক প্রকাশিত: ১২:০৮ অপরাহ্ণ , ৩ নভেম্বর ২০১৮, শনিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
জহির রায়হান, লেবানন থেকে : লেবাননে টিবি রোগে আক্রান্ত মাসুদ (২২) নামক এক মুমূর্ষু রোগীর চিকিৎসার দায়িত্ব নিলেন লেবাননে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত আব্দুল মোতালেব সরকার।
গত রবিবার (২১ অক্টোবর) স্থানীয় সময় রাত ১০:৩০ মিনিটে মাসুদকে মুমূর্ষু অবস্থায় তার সহকর্মীরা দূতাবাসের সহযোগীতায় বৈরুতের জাহারা হাসপাতালে ভর্তি করেন। মাসুদ বর্তমানে জাহারা হাসপাতালের Emergency Department (Isolation room) বিচ্ছিন্ন নিরাপদ একটি কক্ষে চিকিৎসাধীন রয়েছেন।
চিকিৎসকরা জানান, মাসুদের গলার বিষফোঁড়া ইনফেকশন হয়ে পুরো শরীরের রক্ত দূষিত হয়ে গেছে। রক্ত পরিবর্তন করতে হবে এছাড়াও বর্তমানে মাসুদ টিবি রোগে আক্রান্ত। মাসুদের বর্তমান অবস্থা খুবই নাজুক সে কাউকে চিনতে পারছেনা। স্বাভাবিক অবস্থায় ফিরে না আসা পর্যন্ত ইনফেকশনের জায়গায় অস্রপাচারও করা যাবেনা।
মাসুদের অসুস্থতার কথা এই প্রতিবেদক জহির রায়হান ও বাংলাদেশ আওয়ামী লীগ লেবানন শাখার সাধারণ সম্পাদক মশিউর রহমান টিটু মান্যবর রাষ্ট্রদূত আব্দুল মোতালেব সরকারকে অবগত করেন। পরে গত বুধবার (৩১ অক্টোবর) মান্যবর রাষ্ট্রদূতের নির্দেশে দূতাবাসের কর্মকর্তা মোহাম্মদ ও মান্যবর রাষ্ট্রদূতের পার্সোনাল সেক্রেটারী (পি এস) খালেদ সরদার ও এই প্রতিবেদক জহির রায়হান জাহারা হাসপাতালে মাসুদকে দেখতে যান এবং তার সার্বিক খোঁজখবর নেন। বর্তমানে মান্যবর রাষ্ট্রদূতের সহযোগিতায় বাংলাদেশ দূতাবাসের অধীনে জাহারা হাসপাতালে তার চিকিৎসা চলছে।
খোঁজ নিয়ে জানা যায়, মাসুদ ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার ধরখার ইউপিস্থ রানীখার গ্রামের আলতাব আলীর ছেলে। জীবিকার অন্বেষনে তিন বছর পূর্বে ২০১৫ সালে বৈরুতের সিন্নিলফিল, সোলাহাট উটপ্লাস কোম্পানীতে শ্রমিকের কাজে মাসুদ লেবাননে আসেন।
মাসুদের সহকর্মী আবু কালাম জানায়, প্রায় মাস ছয়েক পূর্বে মাসুদের গলায় একটি বিষফোঁড়া হয়। এই বিষফোঁড়াই ধীরে ধীরে মাসুদের জীবনে কাল হয়ে দাঁড়ায়। সময়মতো চিকিৎসা না করানোর ফলে মাসুদের গলার ঘা আরও প্রকট আকার ধারণ করে। মাসুদের আজকের এই পরিণতির জন্য কোম্পানির মালিককেই দোষারোপ করেন তিনি। আবু কালাম বলেন, কোম্পানির মালিকের অবহেলার কারণেই মাসুদের আজ এই অবস্থা।
মাসুদের বড় ভাই মেহেদী হাসান বাংলাদেশ থেকে মুঠোফোনে জানান, মাসুদের অসুস্থতার কথা শুনে বাবা-মা সহ পরিবারের সবাই ভীষণ চিন্তিত ও আতঙ্কিত। পরিবারের সবার এখন একটাই দাবী তারা মাসুদকে দেখতে চায়। মাসুদকে দেশে ফেরত পাঠাতে দূতাবাসের মান্যবর রাষ্ট্রদূত মহোদয়ের সু-দৃষ্টি ও সহযোগিতা কামনা করছেন তারা।
এ বিষয়ে জানতে চাইলে মান্যবর রাষ্ট্রদূত আব্দুল মোতালেব সরকার বলেন, অসহায় প্রবাসীদের যেকোন সমস্যা কিংবা বিপদ আপদে দূতাবাস সবসময়ই তাদের পাশে দাঁড়ায়। আমরা সর্বদাই সেসব অসহায় প্রবাসীদের পাশে থাকার চেষ্টা করি। একইভাবে আমাদের কাছে যখন এই রোগীটির কথা বলা হয় দূতাবাস রোগীটির পাশে দাঁড়িয়েছে এবং দূতাবাসের তত্বাবধানে তার চিকিৎসা চলবে বলে হাসপাতাল কর্তৃপক্ষকে অবিহিত করা হয়। শুধু তাই নয়, বর্তমানে রোগীটির সার্বিক পরিস্থিতি কেমন খোঁজ নিতে দূতাবাসের একটি টিমকেও হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি বলেন, এ ধরনের রোগের চিকিৎসা বাংলাদেশে যেমন ব্যয়বহুল তেমনি লেবাননে আরো বেশি ব্যয়বহুল। আমরা আশা করছি যে, পূর্ণ চিকিৎসার মাধ্যমে তিনি খুব দ্রুত সুস্থ হয়ে উঠবেন এবং সুস্থ হওয়ার পর আমরা তাকে বাংলাদেশে তার পরিবার পরিজনের কাছে ফেরত পাঠানোর ব্যবস্থা করবো।
আপনার মন্তব্য লিখুন