২১শে মার্চ, ২০২৩ ইং | ৭ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

EN

লেবাননে ঘড়ির কাটা এক ঘণ্টা পরিবর্তন

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১:১৪ অপরাহ্ণ , ২৮ অক্টোবর ২০১৮, রবিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে

জহির রায়হান, লেবানন থেকে : লেবাননে ঘড়ির কাটা এক ঘণ্টা পরিবর্তন করা হয়েছে। বছরে দুইবার দিবালোক সঞ্চয়ের ফলে ঘড়ির কাটা এক ঘণ্টা পরিবর্তন করা হয়।

এর ফলে একবার সামনে আরেকবার পেছনে এভাবে এক ঘণ্টা পরিবর্তন হয়ে আসছে।

এরই ধারাবাহিকতায় আজ ২৮ অক্টোবর রোববার স্থানীয় সময় রাত ১২টায় আরেকবার সময়ের পরিবর্তন করা হয়েছে।

স্থানীয় সময় যখন রাত ১২টা তখন ঘড়িতে রাত হবে ১১টা। প্রতি গ্রীষ্ম ও শীতকালে সূর্যাস্ত এবং সূর্যোদয়ের ওপর এক ঘণ্টা পরিবর্তন করা হয়।

এর আগে গত বছর ২৫ মার্চ (ডিএসটি) ঘড়ির কাঁটা এক ঘণ্টা বাড়ানো হয়েছিল, একইভাবে ২৮ অক্টোবর শীতকালে এক ঘণ্টা পেছানো হয়।

ডিএসটি সময়ের পরিবর্তন ইউরোপের কয়েকটি দেশসহ আরও কয়েকটি দেশে সময় পরিবর্তন হয়ে থাকে। জার্মানিতে ৩০ এপ্রিল ১৯১৬ সাল থেকে ডিএসটি সময় পরিবর্তন শুরু হয়।

লেবাননে সময়ের পরিবর্তনের ফলে আজ ২৮ অক্টোবর রাত ১২টার পর থেকে বাংলাদেশের সঙ্গে লেবাননের সময়ের ব্যবধান হবে ৪ ঘণ্টা।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

October 2018
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
আরও পড়ুন