লেবাননে এ.কে.এম এনামুল হক শামীম সমর্থক গোষ্ঠীর আলোচনা সভা ও প্রচারপত্র বিতরন অনুষ্ঠিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:০২ অপরাহ্ণ , ১৬ অক্টোবর ২০১৮, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
জহির রায়হান, লেবানন থেকে : লেবাননে বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এ.কে.এম এনামুল হক শামীম সমর্থক গোষ্ঠীর আলোচনা সভা ও প্রচারপত্র বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার (১৪ অক্টোবর) বিকালে নাভা এলাকায় এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
একেএম এনামুল হক শামীম সমর্থক গোষ্ঠীর সাংগঠনিক সম্পাদক রাজীব আহসান ও নূরে আলম ঝলক এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি মিলন সরকার। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ লেবানন শাখার প্রতিষ্ঠাতা সভাপতি আবুল বাশার প্রধান। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগ লেবানন শাখার উপদেষ্টা আতিকুর রহমান, সহ-সভাপতি বাবুল মিয়া, লোকমান হোসেন আলম, শেখ ফয়জুল হক, যুগ্ম সাধারন সম্পাদক রানা ভূঁইয়া, একেএম এনামুল হক শামীম সমর্থক গোষ্ঠীর প্রধান উপদেষ্টা হুমায়ূন মিজি, উপদেষ্টা শাহজাহান বেপারী প্রমূখ।প্রধান বক্তা হিসেবে আরো উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারন সম্পাদক মানিক ছৈয়াল।
আলোচনা সভায় বাংলাদেশ থেকে টেলিকনফান্সের মাধ্যমে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ও গাজীপুর মহানগর আওয়ামীলীগ শাখার সভাপতি এডঃ আজমতউল্লা খাঁন এবং ত্রান ও সমাজকল্যান সম্পাদক বাবু সুজিত রায় নন্দী।
বক্তব্য পর্বে এ.কে.এম এনামুল হক শামীম সমর্থক গোষ্ঠীর নেতৃবৃন্দরা বলেন, আগামী সংসদ নির্বাচনে শরীয়তপুর-২ আসন থেকে এনামুল হক শামীমকে এমপি হিসেবে দেখতে চাই।উনার মেধা ও যোগ্যতার মাধ্যমে ইতিমধ্যেই শরীয়তপুরের ব্যপক উন্নয়ন সাধিত হয়েছে।আগামী সংসদ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নৌকার মাঝি হিসেবে যদি শামীম ভাইকে মনোনয়ন দেন, তাহলে শরীয়তপুর-২ আসন থেকে তিনি বিপুল ভোটে জয়ী হবেন বলে আমরা আশা করছি।আগামী সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন যাত্রাকে অব্যাহত রাখতে নৌকা প্রতীকে সবাইকে ভোট দিয়ে শেখ হাসিনা সরকারকে আবারো তৃতীয় বারের মত ক্ষমতায় আনতে হবে।এজন্য আমরা প্রবাসীদেরকে ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার উন্নয়ন কর্মকান্ড প্রবাসীদের মাঝে তুলে ধরে নৌকার বিজয়কে সুনিশ্চিত করতে হবে।পরে একেএম এনামুল হক শামীম সমর্থক গোষ্ঠীর নেতৃবৃন্দরা বাংলাদেশ আওয়ামীলীগ লেবানন শাখার নেতৃবৃন্দদের সাথে নিয়ে এ.কে.এম এনামুল হক শামীম এর সমর্থনে নাভা এলাকায় প্রবাসী বাংলাদেশিদের মাঝে প্রচারপত্র বিলি করেন।
আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, এ.কে.এম এনামুল হক শামীম সমর্থক গোষ্ঠীর যুগ্ম সাধারন সম্পাদক দেলোয়ার সরকার, প্রচার সম্পাদক মোঃ রুবেল, মিজান, সুফিয়ান, রুহুল আমিন, ফারুক, সোহেল সরকার, সুজন হাওলাদার, রিপন প্রধানীয়া, মানিক বেপারী, শফিক মৃধা, জাহাঙ্গীর প্রধানীয়া সহ আরো অনেকে।এছাড়াও লেবাননে বসবাসরত শরীয়তপুরের প্রবাসীরা সহ অগনিত মুজিব সৈনিকেরা উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য লিখুন