ব্রাহ্মণবাড়িয়ায় প্রাইভেটকারে থেকে দুই মণ গাঁজা উদ্ধার
বার্তা সম্পাদক প্রকাশিত: ২:১৮ পূর্বাহ্ণ , ১২ অক্টোবর ২০১৮, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
মোবারক হোসেন চৌধুরী নাছির : ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় প্রায় দুই মণ গাঁজাসহ একটি প্রাইভেটকার জব্দ করেছে থানা পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার কাইমপুর ইউনিয়নের কামালপুর গ্রাম থেকে গাঁজাভর্তি প্রাইভেটকারটি জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। পুলিশ জানায়, সকালে গোপন সংবাদ পেয়ে কসবা থানা পুলিশের একটি দল একটি প্রাইভেটকারের পিছু নেয়। এসময় কামালপুর গ্রামের জনৈক কেনু মিয়ার বাড়ির সামনে মাদক পাচারকারীরা প্রাইভেটকার ফেলে পালিয়ে যায়।
পরে প্রাইভেটকারের ভেতরে তল্লাশি চালিয়ে অভিনব কায়দায় লুকিয়ে রাখা প্রায় ৭৮ কেজি গাঁজা উদ্ধা র করা হয়। যার আনুমানিক মূল্য ১২ লাখ টাকা।
কসবা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেক গাঁজা উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
আপনার মন্তব্য লিখুন