ব্রাহ্মণবাড়িয়ায় দু পক্ষের সংঘর্ষে ১জন নিহত, আহত ১০
বার্তা সম্পাদক প্রকাশিত: ২:১৩ পূর্বাহ্ণ , ১২ অক্টোবর ২০১৮, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
বিশেষ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দু পক্ষের সংঘর্ষে ১জন নিহত ও ১০জন আহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের আখিতাঁরা গ্রামে এঘটনা ঘটে। স্থানীয়রা জানায় আখিতাঁরা গ্রামে চলাচলের একটি রাস্তা বন্ধ করে দেওয়াকে কেন্দ্র করে সিফার বাড়ীর সামছুল হকের লোক জনের সাথে প্রতিবেশি ইউনুছ মিয়ার ঝগড়া হয়।
এঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এসময় ধারালো অস্ত্রের আঘাতে হারুন মিয়া (৬৫) গুরুতর আহত হয়।
পরে তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। আহতদের জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। সরাইল থানার ওসি তদন্ত মোঃ নুরুল হক জানান, সংঘর্ষে ১জন নিহত হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়ন করা হয়েছে। পরিস্থিতি শান্ত রয়েছে।
আপনার মন্তব্য লিখুন