৪ঠা জুন, ২০২৩ ইং | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

EN

নারীসহ ৪ মাদক কারবারী আটক: ৩৬০পিস ইয়াবা উদ্ধার

বার্তা সম্পাদক

প্রকাশিত: ২:২৭ পূর্বাহ্ণ , ১২ অক্টোবর ২০১৮, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে

আখাউড়া প্রতিনিধি : আখাউড়ায় পৃথক স্থানে অভিযান চালিয়ে এক নারীসহ ৪ মাদক কারবারীকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৩৬০পিস ইয়াবা উদ্ধার করা হয়। বুধবার রাতে পৌরশহরের মসজিদ পাড়া ও নয়াদিল এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো মসজিদ পাড়ার কামাল মিয়ার স্ত্রী আনোয়ারা (৩৫) ভাদুঘরের মৃত দরবেশ আলীর পুত্র মো. মোস্তাকিন মিয়া (২২), ছনু মিয়ার পুত্র সুলেমান মিয়া (২৩), এবং আখাউড়া মোগড়া ইউনিয়নের গোয়াল গাঙ্গাইল গ্রামের আব্দুল আলীমের পুত্র আব্দুল বাতেন প্রকাশ রিংকু।

জানা গেছে, আখাউড়া থানার উপ-পুলিশ পরিদর্শক মো. সেলিম সঙ্গীয় ফোর্স নিয়ে বুধবার রাত ১০টার দিকে আখাউড়া-কসবা সড়কের নয়াদিল ব্র্যাক অফিসের সামনে থেকে ৩ যুবকের দেহ তল্লাশী করে ৩৫০পিস ইয়াবা উদ্ধার করে। ওই দিন সন্ধ্যায় পুলিশ মসজিদ পাড়া এলাকা থেকে ১০ পিস ইয়াবাসহ আনোয়াকে আটক করে।

আখাউড়া থানার অফিসার ইনচার্জ মো. মোশারফ হোসেন তরফতার বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাদেরকে আদালতে প্রেরণ করা হবে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

October 2018
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
আরও পড়ুন