আখাউড়ায় ২০০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
বার্তা সম্পাদক প্রকাশিত: ২:২১ পূর্বাহ্ণ , ৫ অক্টোবর ২০১৮, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
আখাউড়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় প্রায় দুই হাজার পিস ইয়াবাসহ ইয়াছিন মিয়া (৩২) নামে এক মাদক ব্যবসায়িকে আটক করেছে বিজিবি সদস্যরা। গতকাল বৃহস্হপতিবার দুপুরে উপজেলার খলাপাড়া সীমান্ত এলাকা
থেকে তাকে আটক করা হয়। ইয়াবাসহ আটককৃত ইয়াছিন আখাউড়া ছয়ঘড়িয়া গ্রামের বাচ্চু মিয়ার ছেলে।
জানা যায়, আখাউড়া কোম্পানীর বিজিবি সদস্যরা বৃহস্পতিবার দুপুরে খলাপাড়া সীমান্ত মাদক বিরোধী অভিযান চালিয়ে ইয়াছিন মিয়াকে আটক করে। এসময় তার নিকট থেকে ১ হাজার ৯৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে আটককৃত ইয়াছিনকে বিকালে থানায় সোপর্দ করে বিজিবি।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মোশারফ হোসেন তরফদার বলেন, উদ্ধারকৃত ইয়াবাসহ ইয়াসিন ও তার পলাতক সহযোগীর বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।
আপনার মন্তব্য লিখুন